শেষ আপডেট: 12th April 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন বাদেই পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ।। বৈশাখ থেকে শুরু বিয়ের মরশুমও। এদিকে চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম। পয়লা বৈশাখের দিনে অনেকেই সোনা কেনেন। তবে সোনার যা দর, তাতে কার্যত বাজ পড়ার উপক্রম হয়েছে ক্রেতাদের। বিয়ের মরশুমে মধ্যবিত্তের সোনায় হাত দেওয়ার জো নেই। পয়লা বৈশাখের পর রয়েছে অক্ষয় তৃতীয়াও। তাই চলতি বছরে বৈশাখে আদৌ সোনার কেনাবেচা কেমন হবে তা নিয়ে চিন্তায় স্বর্ণ ব্যবসায়ীরা।
শুক্রবার রেকর্ড বাড়ল সোনার দাম। হলদে ধাতুর দামে যেন লাগাম পরানোই যাচ্ছে না। রবিবারের পর থেকেই একটানা সোনার দামে বৃদ্ধি হচ্ছে। রবিবার সোনার দাম না বাড়লেও, তার আগে সোনার রেট ১৩০০ টাকা বেড়ে গিয়েছিল। গত ৭ দিনে শহর কলকাতায় সোনার দাম রোজই বেড়েছে। যা মধ্যবিত্তের মাথায় হাত ফেলার জন্য যথেষ্ট।
হলুদ ধাতুতে হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে। আজ, ১২ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৬২১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ছুঁয়েছে ৬৬ হাজার ২১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬২ হাজার ১০০ টাকা হয়েছে।
শুক্রবার ১০ কেজি ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৭১ হাজার ১৯০ টাকা। আর ২২ ক্যারেট সোনার দাম ছুঁয়েছে ৬৭ হাজার ৮০০ টাকা। এর সঙ্গে জুড়েছে অতিরিক্ত জিএসটি চার্জ। সোনার দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে তা বলা যাচ্ছে না এখনই।
বৈশাখ মাসে সোনা বেচাকেনায় লাভের মুখ দেখেন দোকানিরা। মধ্যবিত্তও এই সময়ে সোনা সঞ্চয়ের রাস্তায় হাঁটেন। যার জন্য চৈত্রের শেষ থেকেই প্রস্তুতি শুরু হয়। কিন্তু এ বছর তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। আগাম বরাত প্রায় নেই বললেই চলে। তাই ক্রেতাদের দুশ্চিন্তা যেমন বাড়ছে, তেমনই স্বর্ণ ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।