শেষ আপডেট: 3rd February 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: আবারও রেকর্ড গড়ল সোনার দাম। সোমবার রাজধানী দিল্লির বাজারে ১০ গ্রাম ৯৯.৯% বিশুদ্ধ সোনার দর বেড়ে দাঁড়িয়েছে ৮৫,৩০০ টাকা। শনিবার এর দাম ছিল ৮৪,৯০০ টাকা। একটানা চার দিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে সোনার বাজার।
অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী, দেশীয় বাজারে চাহিদা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের শক্তিশালী ধারা এবং টাকার পতন—এই তিন কারণেই সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
কেন বাড়ল সোনার দাম?
ব্যবসায়ীদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং বিশ্ববাজারের অস্থিরতার কারণে লগ্নিকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। পাশাপাশি, গত কয়েক দিনে টাকার বিপরীতে ডলারের দরও বেড়েছে। সোমবার ভারতীয় মুদ্রার মূল্য ৫৫ পয়সা কমে এক ডলারের তুলনায় ৮৭.১৭-তে নেমে আসে, যা এক রেকর্ড পতন।
এমসিএক্স (MCX) ফিউচার ট্রেডিং-এ এপ্রিল ডেলিভারির সোনার দর ৪৬১ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৮২,৭৬৫ টাকা। অন্যদিকে, রুপোর বাজারও ঊর্ধ্বমুখী। সোমবার এক কেজি রুপোর দর ৩০০ টাকা বেড়ে হয়েছে ৯৬,০০০ টাকা।
আন্তর্জাতিক বাজারের প্রভাব
বিশ্ববাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার কারণে কমেক্স গোল্ড ফিউচারসে (Comex Gold Futures) সোনার দর ০.২৬% কমে প্রতি আউন্স ২,৮২৭.৫০ ডলারে নেমে আসে। তবে গত শুক্রবারই আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বোচ্চ ছিল, প্রতি আউন্স ২,৮৬২.৯০ ডলারে পৌঁছে গিয়েছিল।