বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম যত বাড়ছে তত চাহিদা বাড়ছে রুপোর গয়নার। আজকাল অনেকেই সোনার গয়নার বদলে রুপোর গয়না পরে বিয়ে পর্যন্ত করেন। ফলে এই ধাতুও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।
ফাইল ছবি
শেষ আপডেট: 24 May 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলা বছরের শুরুর দিকে কিছুটা স্বস্তি দিয়েছিল সোনার দাম। তারপর আবারও শেষ কয়েক মাসে ধাপে ধাপে অনেকটা বেড়েছে সোনালি ধাতুর দাম (gold price)। এক লক্ষের আশেপাশে ঘুরেছে টাকার অঙ্ক। রীতিমতো ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছিল মধ্যবিত্তের। অক্ষয় তৃতীয়ার পর থেকে হাল ফেরে। ৯০ হাজারের নীচে নামে দাম। কিন্তু আবার যেই কে সেই। চলতি সপ্তাহেই ফের বাড়তে শুরু করে।
এভাবেই দাম বাড়তে থাকলে ওয়াকিবহাল মহল মনে করছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকদের জন্য তা যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠবে। যাঁরা সোনা কেনার জন্য অপেক্ষা করছেন, তাঁদের বসে না থেকে কিনে ফেলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
আজ শহরে ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে দাম পড়বে প্রতি গ্রামে ৯,৬২০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম কলকাতায় ৯,১৪৫ টাকা।
আজ রুপোর দামে (silver price) তেমন হেরফের হয়নি। কেজি প্রতি প্রায় একই রয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম যত বাড়ছে তত চাহিদা বাড়ছে রুপোর গয়নার। আজকাল অনেকেই সোনার গয়নার বদলে রুপোর গয়না পরে বিয়ে পর্যন্ত করেন। ফলে এই ধাতুও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।
অগস্ট ও সেপ্টেম্বর মাসে সোনার দাম ছিল সাধ্যের মধ্যে, কিন্তু হঠাৎই বেড়ে যায়। বিশ্ব বাজারে বিভিন্ন জিনিসের দাম ওঠা-নামার ফলেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। ডলারের পুনরুদ্ধারও এখানে বিশেষ এক কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।