Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Gold Price Dips But Offers Little Relief

Gold Rate: কমলেও স্বস্তি দিচ্ছে না সোনার দাম, কলকাতায় আজও ৯০-এর ঘরেই

বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম যত বাড়ছে তত চাহিদা বাড়ছে রুপোর গয়নার। আজকাল অনেকেই সোনার গয়নার বদলে রুপোর গয়না পরে বিয়ে পর্যন্ত করেন। ফলে এই ধাতুও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।

 Gold Rate: কমলেও স্বস্তি দিচ্ছে না সোনার দাম, কলকাতায় আজও ৯০-এর ঘরেই

ফাইল ছবি

শেষ আপডেট: 24 May 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলা বছরের শুরুর দিকে কিছুটা স্বস্তি দিয়েছিল সোনার দাম। তারপর আবারও শেষ কয়েক মাসে ধাপে ধাপে অনেকটা বেড়েছে সোনালি ধাতুর দাম (gold price)। এক লক্ষের আশেপাশে ঘুরেছে টাকার অঙ্ক। রীতিমতো ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছিল মধ্যবিত্তের। অক্ষয় তৃতীয়ার পর থেকে হাল ফেরে। ৯০ হাজারের নীচে নামে দাম। কিন্তু আবার যেই কে সেই। চলতি সপ্তাহেই ফের বাড়তে শুরু করে।

এভাবেই দাম বাড়তে থাকলে ওয়াকিবহাল মহল মনে করছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকদের জন্য তা যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠবে। যাঁরা সোনা কেনার জন্য অপেক্ষা করছেন, তাঁদের বসে না থেকে কিনে ফেলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

আজ শহরে ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে দাম পড়বে প্রতি গ্রামে ৯,৬২০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম কলকাতায় ৯,১৪৫ টাকা।

আজ রুপোর দামে (silver price) তেমন হেরফের হয়নি। কেজি প্রতি প্রায় একই রয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম যত বাড়ছে তত চাহিদা বাড়ছে রুপোর গয়নার। আজকাল অনেকেই সোনার গয়নার বদলে রুপোর গয়না পরে বিয়ে পর্যন্ত করেন। ফলে এই ধাতুও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।

অগস্ট ও সেপ্টেম্বর মাসে সোনার দাম ছিল সাধ্যের মধ্যে, কিন্তু হঠাৎই বেড়ে যায়। বিশ্ব বাজারে বিভিন্ন জিনিসের দাম ওঠা-নামার ফলেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। ডলারের পুনরুদ্ধারও এখানে বিশেষ এক কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


ভিডিও স্টোরি