
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সংসদে সাধারণ বাজেট পেশ হবে। তার আগে আদানি (Gautam Adani) শিল্পগোষ্ঠীকে নিয়ে বিতর্কের মেঘ ক্রমশই যেন ঘনীভূত হচ্ছে। মার্কিন আর্থিক সংস্থা হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর (Gautam Adani) বিরুদ্ধে যে জালিয়াতির অভিযোগ এনেছে, দীর্ঘ ৪১৩ পৃষ্ঠার জবাবে তা খণ্ডন করার চেষ্টা করেছিল এই ভারতীয় শিল্পসংস্থা। তাতে বলা হয়েছিল, হিন্ডেনবার্গ আদানির বিরুদ্ধে কুৎসা করে আসলে ভারতের উপর আক্রমণ শানিয়েছে। কিন্তু সোমবার সকালে তার পাল্টা উত্তর দিল হিন্ডেনবার্গ। তাদের সাফ বক্তব্য, জাতীয়তাবাদ দিয়ে জালিয়াতি ঢাকা যাবে না। আদানি শিল্পগোষ্ঠী আসলে ভারতের ভবিষ্যতের পথেই অন্তরায়।
হিন্ডেনবার্গ রিসার্চ হল একটি মার্কিন শর্ট সেলার সংস্থা। সম্প্রতি তাদের রিপোর্টে অভিযোগ করা হয়েছিল যে আদানি শিল্পগোষ্ঠী কীভাবে গত কয়েক বছর ধরে জালিয়াতি করে চলেছে। মরিশাস, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মতো দেশে ভুয়ো কোম্পানি তৈরি করে সেখান থেকে বিনিয়োগ দেখানো হয়েছে, বেআইনি লেনদেন হয়েছে এবং কর ফাঁকি দেওয়া হয়েছে। হিন্ডেনবার্গের ওই রিপোর্টের পর আদানির প্রায় সমস্ত শেয়ারে ধস নামে। মোকাবিলায় নেমে এর জবাব দেয় আদানি শিল্পগোষ্ঠী।
কিন্তু সোমবার হিন্ডেনবার্গ পাল্টা জবাবে বলে, গৌতম আদানির ধূমকেতুর মতো যে উত্থান হয়েছে এবং তাঁর সম্পদ যে ভাবে বৃদ্ধি পেয়েছে তাকে ভারতের উন্নতির সঙ্গে মিলিয়ে দেখাতে চেয়েছে আদানি গোষ্ঠী। কিন্তু এতে আমাদের আপত্তি রয়েছে। আমরা বিশ্বাস করি ভারত আগামী দিনে অন্যতম শক্তিধর রাষ্ট্র হিসাবে উঠে আসবে, তার ভবিষ্যতও উজ্জ্বল। আমরা এও মনে করি, ভারতের সেই সম্ভাবনার পথে আদানি গোষ্ঠী অন্তরায়, যারা ভারতীয় পতাকা গায়ে জড়িয়ে দেশকে লুটে চলেছে।
আদানির পতনে এলআইসির ক্ষতি, অভিষেক বললেন কেন সিবিআই-ইডি তদন্ত করবে না
হিন্ডেনবার্গের আরও বক্তব্য, তারা সুনির্দিষ্ট ভাবে ৮৮ টি প্রশ্ন তুলেছিল আদানি গোষ্ঠীর উদ্দেশে। কিন্তু ৬২ টি প্রশ্নেরই উত্তর দিতে পারেনি আদানি। বরং বিভ্রান্তিকর উত্তর দিয়ে আসল প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে।