শেষ আপডেট: 1st February 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বর্তমানে কর্মক্ষেত্রের প্রায় সবর্ত্র প্রভাব ফেলেছে, যার গুরুত্ব বুঝে এবার পদক্ষেপ করল সরকার। শনিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, সরকার এআই সেন্টার অফ এক্সিলেন্স (AI CoE) প্রতিষ্ঠা করবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করবে, শেখাবেও। ২০২৩ সালে এরকম তিনটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই প্রচেষ্টাকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে আগামীদিনে। এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
এমন এক সময়ে এটি ঘোষণা করা হল যখন ভারতের এআই বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ন্যাসকম-এর রিপোর্ট অনুযায়ী, এআই ক্ষেত্রে কর্মী সংখ্যা বাড়বে আগামীদিনে। বর্তমানে, এই সেক্টরে ৬ থেকে ৬.৫ লক্ষ পেশাদার কর্মী কাজ করেন। ২০২৭-এর মধ্যে এই সংখ্যাটা বাড়িয়ে ১০ লক্ষ করার চেষ্টা হবে। এই ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার ১৫ শতাংশ হতে পারে।
এছাড়াও, সফটওয়্যার এবং পরিষেবা প্রদানকারী সেক্টরে এই বৃদ্ধির হার ২৫-৩০ শতাংশের মধ্যে থাকতে পারে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা অর্জন করাও এখন জরুরি হয়ে পড়েছে এবং সেই জন্যই এআই শিক্ষার পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫০০ কোটি টাকার এই বাজেটে এআই দক্ষতা উন্নয়নের জন্য পাঁচটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন টিমলিজ ডিগ্রি অ্যাপ্রেনটিসশিপ সংস্থার মুখ্য স্ট্র্যাটেজিস্ট সুমিত কুমার। তিনি বলেন, 'এআই দক্ষতা অর্জনের পাঁচটি জাতীয় কেন্দ্র প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে দক্ষতার অভাব পূরণ করবে, কর্মসংস্থান তৈরি করবে এবং যুবকদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করবে।'