শেষ আপডেট: 1st February 2025 17:01
দ্য ওয়াল ব্যুরো: দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে বদ্ধ পরিকর সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে সেই উদাহরণই মিলল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার বাজেট পেশের সময় জানালেন এমএসএমই (অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) খাতে ঋণ বৃদ্ধি করা হবে। সরকারের এই পদক্ষেপ তরুণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করবে। এর ফলে ছোট ব্যবসাগুলির উন্নতি হবে। এমএসএমই-দের উচ্চতর দক্ষতা অর্জন, প্রযুক্তিগত উন্নয়ন এবং মূলধন সংগ্রহের সুবিধার্থে বিনিয়োগ এবং টার্নওভার সীমা যথাক্রমে ২.৫ গুণ ও ২ গুণ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, আগামী ৫ বছরে ছোট উদ্যোগপতিদের জন্য অতিরিক্ত ১.৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
নির্মলা সীতারমন জানান, এমএসএমই-র ঋণ ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হবে। বলেন, 'আগামী ৫ বছরে অতিরিক্ত ১.৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে। স্টার্টআপগুলির জন্য ঋণ গ্যারান্টি কভার ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা করা হবে। ২৭টি সেক্টরের জন্য ঋণ গ্যারান্টি ফি ১ শতাংশে কমিয়ে আনা হবে।' তাঁর মতে, এই পদক্ষেপগুলি আত্মনির্ভর ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বর্তমানে, দেশে ১ কোটির বেশি এমএসএমই রয়েছে, যেগুলি প্রায় ৭.৫ কোটি মানুষকে কর্মসংস্থান দেয়। এই সেক্টর দেশের মোট উৎপাদনের ৩৬ শতাংশ এবং ভারতের রপ্তানির ৪৫ শতাংশের অংশীদার। এমএসএমই ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
এছাড়াও, সরকারের তরফে উদ্যম পোর্টালে নথিভুক্ত রয়েছে এমন ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করার ঘোষণা করা হয়েছে, যার সীমা ৫ লক্ষ টাকা রাখা হবে। প্রথম বছরে এহেন কমপক্ষে ১০ লক্ষ কার্ড বিতরণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, মহিলা, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) উদ্যোপতিদের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণ চালু করার কথা ঘোষণা করা হয়েছে।
এনিয়ে সিসি ল-র ম্যানেজিং পার্টনার সন্দীপ চিলানা বলেন, '২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট এমএসএমই সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। ঋণ বৃদ্ধি ও কাস্টমাইজড ক্রেডিট কার্ড প্রবর্তন করা হয়েছে। এতে বহু মানুষ উপকৃত হবেন। প্রচুর মানুষের কাছে নতুন সুযোগ আসবে।'