Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সাপে কামড়ালে ‘বাঁধন’? সরকারি বইয়েই মারণ নিদান! পড়ুয়াদের শেখানো হচ্ছে বাতিল পদ্ধতিবন্ধুর বিয়ের অনুষ্ঠানে এক টুকরো চিকেন বেশি চাওয়ায় বচসা, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন যুবককেপৃথিবীর পথে পাড়ি শুভাংশুর, ফেরায় সামান্য দেরি! অ্যাক্সিয়ম-৪-এর স্প্ল্যাশডাউন কখন? জানাল নাসা৬ বছরের রেকর্ড ভেঙে খুচরো মুদ্রাস্ফীতি নামল ২.১০ শতাংশে, খাবারের দাম কমায় হাঁফ ছাড়ছে দেশহরিয়ানার রাজ্যপাল পদে বাঙালি মুখ, দায়িত্ব নিচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ'পুলিশমন্ত্রীকে গুলি চালানোর অর্ডার দিতে বলুন, না হলে আলোচনায় বসুন', হুঁশিয়ারি চাকরিহারাদের'আপদ চুকল!' ৪০ লিটার দুধে স্নান যুবকের, প্রেমিকের সঙ্গে পালানো বৌকে ডিভোর্স দিয়ে সে কী আনন্দনবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে চাকরিহারাদের প্রতিনিধি দলEng vs India: লর্ডসে রান না পেলেও গিল টপকে গেলেন দ্রাবিড়কেবহু প্রতীক্ষার মাতৃত্বে ঝুঁকি কম নয়! ভ্রূণ 'সিলেকশন’ নিয়ে সতর্কবার্তা আইভিএফ চিকিৎসকের
Annual General Meeting of The Commercial Taxes Directorate Officers Association

৪৯ বছরে পা দিল রাজ্যের কমার্শিয়াল ট্যাক্স বিভাগের প্রাচীনতম ও বৃহত্তম কর্মীসংগঠন

রাজ্যের পণ্য ও পরিষেবা কর বিভাগ বা ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স রাজ্যের মোট রাজস্বের প্রায় দুই তৃতীয়াংশের জোগান দেয়। ২০১৩-১৪ অর্থবর্ষে তাঁদের বার্ষিক রাজস্ব সংগ্রহ যেখানে ছিল ২১,৮৫৩ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০,৬১৭ কোটি টাকা।

৪৯ বছরে পা দিল রাজ্যের কমার্শিয়াল ট্যাক্স বিভাগের প্রাচীনতম ও বৃহত্তম কর্মীসংগঠন

বাণিজ্য কর অধিদফতরের কর্মীবৃন্দ।

শেষ আপডেট: 16 June 2024 10:35

দ্য ওয়াল ব্যুরো: ৪৯ বছরে পা দিল 'কমার্শিয়াল ট্যাক্সেস ডিরেক্টরেট অফিসার্স অ্যাসোসিয়েশন'। পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্যিক কর অধিদফতর বা ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সের এই প্রাচীনতম ও বৃহত্তম কর্মিবর্গ সংগঠনের অধীনে নিচুতলার সহকারী বাণিজ্য-কর আধিকারিক থেকে উঁচুতলার ডেপুটি কমিশনার-সহ সকলেই রয়েছেন। এই সংগঠন দীর্ঘদিন ধরে কর্মীদের অধিকার, সুরক্ষা ও সুবিচারের দাবিতে লড়াই করে আসছেন, পাশাপাশি শুল্ক ও বাণিজ্যকর বিষয়ে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ তাঁরা সরকারকে দিয়ে থাকেন। কলকাতার মহাজাতি সদনে আয়োজিত তাঁদের বার্ষিক সাধারণ সভায় কর আদায় বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনার শেষে একটি শর্ট ফিল্ম দেখানো হয়েছে, বাণিজ্য-কর অধিদফতরের নানা সাফল্য নিয়ে আলোচনা হয়েছে। সদস্যদের মধ্যে করা হয়েছিল ক্যুইজের আয়োজন। উপস্থিত ছিলেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ও পশ্চিমবঙ্গের কমার্শিয়াল ট্যাক্স বিভাগের কমিশনার। 

রাজ্যের পণ্য ও পরিষেবা কর বিভাগ বা ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স রাজ্যের মোট রাজস্বের প্রায় দুই তৃতীয়াংশের জোগান দেয়। ২০১৩-১৪ অর্থবর্ষে তাঁদের বার্ষিক রাজস্ব সংগ্রহ যেখানে ছিল ২১,৮৫৩ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০,৬১৭ কোটি টাকা। এবারের সাধারণ সভায় তাঁদের বার্তা ছিল, 'নিশ্চিত থাকুন, আমরা পাশে আছি' বা 'বি শিওর, উই কেয়ার'। 

অনুষ্ঠানে দেখানো শর্ট ফিল্মে উঠে আসে বাণিজ্য কর অধিদফতরের নানা সাফল্যের খতিয়ান। কর্মীরা নিরলসভাবে নজর রেখে চলেছেন এবং কর আদায়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সারা ভারতে ষষ্ঠ স্থান অধিকার করেছে। গত দুই অর্থবর্ষে রাজ্য জিএসটির বৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ হারে। ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় জিএসটি ডিভোলিউশনে পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে ২৫,৯৩৪ কোটি টাকা। এই অর্থবর্ষে কমার্শিয়াল ট্যাক্সের সাফল্যে ভর করে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো গিয়েছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা বজায় রেখে কাজ চালিয়ে যেতে আগ্রহী কমার্শিয়াল ট্যাক্সের সংগঠনের কর্মীবৃন্দ।


ভিডিও স্টোরি