এই গরমের দিনে ত্বকের আর্দ্রতা ও জেল্লা ধরে রাখতে আপনার বিউটি কিটে অ্যাড করুন ওরিফ্লেমের এই দুই প্রোডাক্ট।
নিজস্ব ছবি
শেষ আপডেট: 17 May 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো: ত্বকের যত্নে নিয়মিত ক্লিনজিং আর এক্সফোলিয়েশন ঠিকমতো না হলে, যত দামি ময়েশ্চারাইজারই ব্যবহার করুন না কেন, ত্বকে সেই স্বাভাবিক উজ্জ্বলতা আসতে চায় না। তাই এবার রূপচর্চায় অ্যাড করে ফেলুন ওরিফ্লেমের নতুন দুটি স্কিনকেয়ার ক্রিম। 'ওয়েলোসফি কাম অ্যান্ড ব্যালেন্স ক্লিনজার' ও 'ওয়েলোসফি এক্সফোলিয়েট অ্যান্ড এনারজাইস মাস্ক।'
ত্বক পরিষ্কারের সময় অনেক ক্ষেত্রেই কেমিক্যালেজন্য প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। সংস্থার দাবি, এই ক্লিনজারটির ক্ষেত্রে সেই সমস্যা হবে না। এটি একটি জেল-বেসড ক্লিনজার, যা তৈরি হয়েছে গিংকো বিলোবা (Ginkgo Biloba) এক্সট্র্যাক্ট দিয়ে। ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে ময়লা ও ধুলোবালি তুলে দেয়। সঙ্গে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখে।
এই ক্লিনজারটির সবচেয়ে বড় গুণ হল, এর পিএইচ ব্যালেন্স এবং ভেগান ফর্মুলা, যা সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। সেনসিটিভ স্কিনের ক্ষেত্রেও সমস্যা হয় না। এর সঙ্গে রয়েছে চামোমাইলের হালকা গন্ধ, যা শুধু ত্বক নয়, মনও শান্ত করে।
পরিষ্কার তো হল, এবার দরকার এক্সফোলিয়েশন, কিন্তু খুব রাফ স্ক্রাব সব ত্বকের জন্য নয়। ওয়েলোসফি এক্সফোলিয়েট অ্যান্ড এনারজাইস মাস্ক (Wellosophy Exfoliate & Energise Mask) এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটি সেন্না সিড এক্সট্র্যাক্টযুক্ত স্কিন পলিশিং মাস্ক, যা খুব মৃদুভাবে ডেড সেল সরিয়ে ত্বকের টেক্সচার স্মুদ করে।
এর মধ্যে রয়েছে লেমন ইনফিউজড ফ্রেগরেন্স, যা মুহূর্তে সতেজতা এনে দেয়। একবার ব্যবহারেই ত্বক ফ্রেশ, প্রাণবন্ত ও উজ্জ্বল দেখায়। সবচেয়ে বড় কথা, এটিও সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।
এই গরমের দিনে ত্বকের আর্দ্রতা ও জেল্লা ধরে রাখতে আপনার বিউটি কিটে অ্যাড করুন ওরিফ্লেমের এই দুই প্রোডাক্ট।