Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৭ জনের মৃত্যুর আশঙ্কাতেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়
Oriflame Products for Fresh Look

গরমেও ফ্রেশ লুক চাই? ওরিফ্লেমের এই দুই প্রোডাক্টে হবে কেল্লাফতে

এই গরমের দিনে ত্বকের আর্দ্রতা ও জেল্লা ধরে রাখতে আপনার বিউটি কিটে অ্যাড করুন ওরিফ্লেমের এই দুই প্রোডাক্ট।

গরমেও ফ্রেশ লুক চাই? ওরিফ্লেমের এই দুই প্রোডাক্টে হবে কেল্লাফতে

নিজস্ব ছবি

শেষ আপডেট: 17 May 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: ত্বকের যত্নে নিয়মিত ক্লিনজিং আর এক্সফোলিয়েশন ঠিকমতো না হলে, যত দামি ময়েশ্চারাইজারই ব্যবহার করুন না কেন, ত্বকে সেই স্বাভাবিক উজ্জ্বলতা আসতে চায় না। তাই এবার রূপচর্চায় অ্যাড করে ফেলুন ওরিফ্লেমের নতুন দুটি স্কিনকেয়ার ক্রিম। 'ওয়েলোসফি কাম অ্যান্ড ব্যালেন্স ক্লিনজার' ও 'ওয়েলোসফি এক্সফোলিয়েট অ্যান্ড এনারজাইস মাস্ক।'

ত্বক পরিষ্কারের সময় অনেক ক্ষেত্রেই কেমিক্যালেজন্য প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। সংস্থার দাবি, এই ক্লিনজারটির ক্ষেত্রে সেই সমস্যা হবে না। এটি একটি জেল-বেসড ক্লিনজার, যা তৈরি হয়েছে গিংকো বিলোবা (Ginkgo Biloba) এক্সট্র্যাক্ট দিয়ে। ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে ময়লা ও ধুলোবালি তুলে দেয়। সঙ্গে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখে।
 

এই ক্লিনজারটির সবচেয়ে বড় গুণ হল, এর পিএইচ ব্যালেন্স এবং ভেগান ফর্মুলা, যা সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। সেনসিটিভ স্কিনের ক্ষেত্রেও সমস্যা হয় না। এর সঙ্গে রয়েছে চামোমাইলের হালকা গন্ধ, যা শুধু ত্বক নয়, মনও শান্ত করে।

পরিষ্কার তো হল, এবার দরকার এক্সফোলিয়েশন, কিন্তু খুব রাফ স্ক্রাব সব ত্বকের জন্য নয়। ওয়েলোসফি এক্সফোলিয়েট অ্যান্ড এনারজাইস মাস্ক (Wellosophy Exfoliate & Energise Mask) এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটি সেন্না সিড এক্সট্র্যাক্টযুক্ত স্কিন পলিশিং মাস্ক, যা খুব মৃদুভাবে ডেড সেল সরিয়ে ত্বকের টেক্সচার স্মুদ করে।

এর মধ্যে রয়েছে লেমন ইনফিউজড ফ্রেগরেন্স, যা মুহূর্তে সতেজতা এনে দেয়। একবার ব্যবহারেই ত্বক ফ্রেশ, প্রাণবন্ত ও উজ্জ্বল দেখায়। সবচেয়ে বড় কথা, এটিও সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।

এই গরমের দিনে ত্বকের আর্দ্রতা ও জেল্লা ধরে রাখতে আপনার বিউটি কিটে অ্যাড করুন ওরিফ্লেমের এই দুই প্রোডাক্ট। 


ভিডিও স্টোরি