শেষ আপডেট: 10th February 2025 23:23
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার বিরুদ্ধে সরব হয়েছিলেন। সোমবার দেশে চলমান মব সন্ত্রাস অর্থাৎ দলবদ্ধ হামলাকারীদের সতর্ক করে দিয়েছেন মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের এই তরুণ উপদেষ্টা তথা অন্যতম সহকারী সোমবার ফেসবুকে দেশে চলমান অস্থিরতার বিরুদ্ধে সরব হয়েছেন।
ফেসবুকে লিখেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব (দলবদ্ধ হামলা) করা বন্ধ করেন। আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসাবে ট্রিট করা হবে। আজকের পর আর কোনও অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।
ওয়াকিবহাল মহলের মতে, মাহফুজ এই পোস্টের মাধ্যমে এক ঢিলে অনেক পাখি মারার চেষ্টা করেছেন। ছাত্র লিগের ফেসবুক পেজে হাসিনার ভাষণ ঘিরে একদিকে ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, অন্যদিকে গাজীপুরে আওয়ামী লিগের হামলায় গুরুতর জখম হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনা পনেরো সমর্থক। দুই ক্ষেত্রেই দলবদ্ধ হামলা বা মবের আক্রমণ হয়েছে। মাহফুজ আলম দুই পক্ষকের সতর্ক করে দিয়েছেন। গাজীপুরের পাশাপাশি আরও কয়েকটি জায়গায় আওয়ামী লিগ পাল্টা মার দিয়েছে। এলাকাবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। মাহফুজ সাবেক শাসক দলকেও হুঁশিয়ারি দিয়েছেন, মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
বাংলাদেশে এখন সেনা ও পুলিশের যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট চলছে। প্রাথমিকভাবে আওয়ামী লিগকে অভিযানের নিশানা করা হলেও মাহফুজ সব হামলাবাজদেরই হুঁশিয়ারি দিয়েছেন।
ঘটনাচক্রে সোমবার বিকালেই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দেশ জুড়ে চলা অস্থিরতার বিরুদ্ধে সরব হয়েছে।
মাহফুজ বলেছেন, তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে।