শেষ আপডেট: 1st February 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ঢাকায় বাংলা একাডেমি চত্বরে শুরু হয়েছে একুশের বইমেলা। উদ্বোধন করেন সরকার প্রধান মহম্মদ ইউনুস।
অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাসের মাথায় বইমেলা। স্বভাবতই জুলাই-অগাস্ট গণ বিপ্লব নিয়ে শতাধিক বই প্রকাশিত হচ্ছে বইমেলায়।
প্রথম দিন স্পষ্ট হয়নি শেখ মুজিবুর রহমানকে নিয়ে ইতিপূর্বে প্রকাশিত বইগুলি এবার মেলায় কতটা দেখা যাবে। ঘোষিত কোনও নিষেধাজ্ঞা নেই শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত বইয়ের উপরেও। তবু সংশয় আছে ছয় মাস আগে উৎখাত হওয়া বইমেলায় মুজিব, হাসিনাকে নিয়ে বই কতটা থাকবে।
বইমেলা প্রাঙ্গণে বরাবরের মতো রাখা আছে কয়েক হাত অন্তর ডাস্টবিন। ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার একটি ভাইরাল ছবি সাঁটা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাসিনার একটি ম্যুরালে জুতো মেরেছিল জনতা। সেই ছবি শোভা পাচ্ছে ডাস্টবিনের গায়ে।।
প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুকে শনিবার বিকালে অনেকগুলি ছবি পোস্ট করেছেন। সেগুলিতে দেখা যাচ্ছে হাসিনার ছবি দেওয়া ডাস্টবিনে তিনি নোংরা কাগজ ফেলছেন।