শেষ আপডেট: 24th October 2024 20:19
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে সরানোর ব্যাপারে আপাতত ধীরে চলো নীতি নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উপস্থিতিতে বৈঠকে বসে উপদেষ্টামণ্ডলী। সেখানে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলির মত শুনবে সরকার, বৈঠক শেষে জানান বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব রাষ্ট্রপতিকে সরাতে সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছে। তাদের আর এক দাবি ছিল ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করা। সেই দাবি সরকার সময়সীমা পেরনোর আগেই মেনে নিয়েছে। পরিবর্তে রাষ্ট্রপতির প্রশ্নে সরকার এখনই তাড়াহুড়ো করতে চাইছে না।
রাষ্ট্রপতিকে সরানোর প্রশ্নে কদম এগিয়েও পিছিয়ে যাওয়ার কারণ বাংলাদেশের অন্যতম দল বিএনপি সাহাবুদ্দিনকে সরানোর বিষয়ে আপত্তি তুলেছে। তাদের বক্তব্য, রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট দেখা দিতে পারে।
ওয়াকিবহাল মনে করছে, শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির আপত্তির কারণ, তারা মনে করছে, নতুন যিনি আসবেন তিনি জামায়াতে ইসলামির ঘনিষ্ঠ কেউ হবেন। এমন আশঙ্কাও আছে নতুন রাষ্ট্রপতি নিয়োগের পর মার্শাল ’ল জারি করা হতে পারে। বিএনপি চাইছে বর্তমান রাষ্ট্রপতির অধীনেই যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচন হোক। খালেদা জিয়ার পার্টি মনে করছে, এখন ভোট হলে তাদেরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এখন দেখার অন্য দলগুলি রাষ্ট্রপতিকে সরানোর প্রশ্নে সরকারের পাশে দাঁড়ায় কি না।