শেষ আপডেট: 1st February 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: কুমিল্লায় বিএনপি'র যুব শাখা যুবদলের স্থানীয় নেতা তৌহিদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। গত বৃহস্পতিবার তাঁকে সেনাবাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। ওই যুব নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, মহম্মদ ইউনুস এই অভিযোগ শুনে অত্যন্ত ক্ষুব্ধ। তিনি বলেছেন, হেফাজতে মৃত্যু তিনি বরদাস্ত করবেন না।
বাংলাদেশ সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। আলাদা করে তদন্ত করছে সেনা বাহিনীও। সেনার কুমিল্লার সেক্টর কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে।
যুবদলের ওই নেতাকে তুলে নিয়ে গিয়েছিল সেনা বাহিনী। শুক্রবার ওই নেতাকে সেনা পুলিশের হাতে তুলে দিলে তারা অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার নিন্দা করেছে বিএনপি-সহ একাধিক দল ও মানবাধিকার কমিশন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোষীদের কড়া শাস্তি দাবি করেছেন। বাংলাদেশের অসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।