শেষ আপডেট: 26th March 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus) বুধবার চিন (China) সফরে গিয়েছেন। চারদিনের সফরে তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচি হল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মহলের এক প্রতিনিধিদল। বাংলাদেশে বিনিয়োগ টানতে এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে স্বাধীনতা দিবসমউপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। আজ বুধবার বাংলাদেশ তাদের ৫৫ তম স্বাধীনতা দিবস পালন করছে। এমন দিনে প্রধান উপদেষ্টার বিদেশে যাওয়া নিয়ে নানা মহল থেকে সমালোচনা হচ্ছে।
মহম্মদ ইউনুস হলেন ভারতের (India) প্রতিবেশী দ্বিতীয় দেশের কর্ণধার যিনি প্রথম দ্বিপাক্ষিক সফরে প্রথম চিন গেলেন। এর আগে নেপালের (Nepal) প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli) প্রথম চিন সফরে গিয়েছিলেন।
এদিকে, মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম (Press secretary Shafiul Alam) জানিয়েছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে চেয়েছিলেন। চিন সফর চূড়ান্ত করার আগে বাংলাদেশের তরফে নয়াদিল্লিকে চিঠি দিয়ে বলা হয়েছিল ইউনুস ভারত সফরে যেতে চান। শফিকুল আলমের দাবি, ভারত সরকারের কাছ থেকে সাড়া না পেয়ে চিন সফর চূড়ান্ত করা হয়।
ভারত সফরই শুধু নয়, আগামী মাসে তাইল্যান্ডে বঙ্গোপসাগর কেন্দ্রীক বোঝাপড়ার মঞ্চ বিমস্টেকের সম্মেলনের ফাঁকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে চেয়ে ইউনুসের অফিস থেকে চিঠি পাঠানো হয়েছে ভারত সরকারের কাছে। বুধবার পর্যন্ত ভারত এই ব্যাপারে সাড়া দেয়নি।
প্রথমে ভারত সফর, এখন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে কেন উদগ্রীব বাংলাদেশের প্রধান উপদেষ্টা? ওয়াকিবহাল মহলের মতে এর পিছনে আছে আমেরিকার অঙ্ক। প্রথমে চিন সফরে গেলে আমেরিকা অসন্তুষ্ট হতে পারে মনে করে ভারতকেও একই সঙ্গে তুষ্ট রাখার চেষ্টা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দিল্লি সফর কিংবা মোদীর সঙ্গে সাক্ষাৎ করা গেলে সেটা তাঁর সরকারের প্রতি ভারতের বন্ধুত্ব, আস্থা হিসাবে তুলে ধরতে পারবেন তিনি।