বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সাবেক নেতা মাস তিন আগে ইউনুসের উপদেষ্টামণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
ইউনুস এবং নাহিদ ইসলাম
শেষ আপডেট: 22 May 2025 23:06
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন (Chief Advisor of Bangladesh Md Yunus has expreseed his desire to resign)। তাঁর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম (Nahid Islam, the chief convenor of National Citizen Party)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সাবেক নেতা মাস তিন আগে ইউনুসের উপদেষ্টামণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় (Jamuna, office of the Chief Advisor, Bangladesh) যান। ইউনুসের সঙ্গে নাহিদের প্রায় এক ঘণ্টা একান্তে কথা হয়। নাহিদ পরে বলেন, প্রধান উপদেষ্টা আমাকে বলেছেন, তিনি পদত্যাগের কথা ভাবছেন। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তাঁর পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না।
নাহিদ জানান, প্রধান উপদেষ্টা তাঁকে বলেছেন, ‘আমিতো এভাবে কাজ করতে পারব না। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমাকে এক প্রকার জিম্মি করে ফেলা হয়েছে।’ ইউনুসের পদত্যাগের ভাবনাকে সমর্থন করে নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলি যদি তাঁকে সহযোগিতা না করে তাহলে তিনি কাজ করবেন কীভাবে? যদিও জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন, হুট করে পদত্যাগ না করতে। নাহিদের কথা অনুযায়ী ইউনুসের আলোচনার সময় ইউনুস খুবই আবেগতাড়িত ছিলেন। তিনি নাগিদকে বলেছেন, গণঅভ্যুত্থানের পর ছাত্রদের অনুরোধে আমি প্রধান উপদেষ্টা হয়েছি। এখন সবাই যদি আমাকে সাহায্য না করে তো কীভাবে চালাব! জানা যাচ্ছে, দুই তরুণ উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ইউনুস এখনও বৈঠক করছেন।
এদিকে, বিএনপি-সহ কোনও দলই এখনও পর্যন্ত সরকারিভাবে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা প্রকাশ নিয়ে মন্তব্য করেনি। তবে একান্তে খালেদা জিয়ার দল বিএনপি এবং শেখ হাসিনার পার্টি আওয়ামী লিগ মনে করছে ইউনুসের সবটাই নাটক। তিনি আসলে নিজের প্রতি বাকিদের সমবেদনা আদায় করতে চাইছেন। উদ্দেশ্য সেনা প্রধান ওয়াকার উজ জামান এবং বিএনপি-কে চাপে ফেলা। সেনা প্রধানের সুরে বিএনপি-ও বলেছে, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করাতে হবে। বিএনপি আরও বলেছে, ইউনুস অবিলম্বে ভোটের রোড ম্যাপ ঘোষণা না করলে তারা সরকারকে কোনওভাবে সহযোগিতা করবে না।