শেষ আপডেট: 23rd October 2024 21:51
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে একটু আগে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করেছে।
তাতে ছাত্র লিগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণার কথা জানানো হয়েছে। হাসিনা বিরোধী আন্দোলন দমনে ছাত্র লিগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে সরকার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার রাতে দাবি করে ছাত্র লিগকে নিষিদ্ধ করতে হবে। বুধবার বিকালে তারা ঘোষণা করে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত জানাতে হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই সময়সীমা পেরনোর আগেই ইউনুস সরকার ছাত্রদের দাবি মেনে নিল। স্বভাবতই রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে আরও সংশয় তৈরি হল। ছাত্ররা মঙ্গলবার রাতে রাষ্ট্রপতিকে সরানোর জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দেয়।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র লিগ হত্যাসহ একাধিক অপরাধে যুক্ত ছিল। আন্দোলনকারী ছাত্র ও সাধারণ মানুষকে তারা খুন করে। ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও ওই সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত ছিল।
ঘটনাচক্রে যে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হল সেটি শেখ হাসিনা সরকার ২০০৯ সালে চালু করে। ফলে এখন থেকে বাংলাদেশে এই ছাত্র সংগঠনটি আর প্রকাশ্যে বা গোপনে ছাত্র রাজনীতি করতে পারবে না। তাদের অফিস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সবই বাজেয়াপ্ত করবে সরকার।
নিষিদ্ধ ঘোষণার বিজ্ঞপ্তিতে ২০০৯ থেক ২০২৪—এই পনেরো বছরে ছাত্র লিগের কার্যকলাপের উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, এই সংগঠনটি শিক্ষাঙ্গনে হিংসা, আসন বিক্রি, টেন্ডারবাজির মতো নানা অপকর্মে যুক্ত ছিল।