শেষ আপডেট: 8th March 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: শনিবার আন্তর্জাতিক নারীবর্ষের (international women's day) অনুষ্ঠানেও শেখ হাসিনাকে (Sheikh Hasina) নিশানা করলেন মহম্মদ ইউনুস (Md Yunus)। ঢাকায় ( Dhaka) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পতিত স্বৈরাচার (defeated autocrat) ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশে অস্থিরতা তৈরি করতে চায়। সবাইকে যুদ্ধকালীন সময়ের (war like emergency) মতো প্রস্তুত থাকতে হবে।
আওয়ামী লিগ (Awami League) বিরোধীরা পতিত স্বৈরাচার বলে শেখ হাসিনা ও তাঁর দলকে আক্রমণ করে থাকে। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানেও ইউনুস দেশের দ্বিতীয় তথা পাঁচবারের নারী প্রধানমন্ত্রীকে নিশানা করেন।তবে বরাবরের মতো তিনি হাসিনার নাম মুখে আনেননি।
প্রশ্ন উঠেছে ইউনুসের সাবেক প্রধানমন্ত্রীর নাম মুখে না আনাটা কি নারী বলে সৌজন্য নাকি আওয়ামী লিগ নেত্রীকে উপেক্ষা। হাসিনা যদিও রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে প্রধান উপদেষ্টার নাম করেই সমালোচনা করেছেন। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠকে তিনি প্রশ্ন তুলছেন, কে স্বৈরাচারী, আমি নাকি ইউনুস?
হাসিনার আরও অভিযোগ, ইউনুস সুদখোর। তিনি গরিবের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। তিনি আয়কর ফাঁকি দিয়েছেন।
পাল্টা ইউনুসও আওয়ামী লিগ ও শেখ হাসিনাকে আক্রমণ শানাচ্ছেন দুর্নীতি ও পুলিশকে দিয়ে নিপীড়নের অভিযোগ তুলে। সম্প্রতি একটি বিদেশি সংবাদমাধ্যমকে প্রধান উপদেষ্টা বলেছেন, একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে দেশকে আনসেটেল করার জন্য। সেই সাক্ষাৎকারে নাম না করে ইউনুস বলেছেন কীভাবে আওয়ামী লিগ ও হাসিনা অস্থিরতা তৈরি করতে চাইছে। কিন্তু একবারও শেখ হাসিনার নাম মুখে আনেননি। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন, সাবেক প্রধানমন্ত্রীকে তাচ্ছিল্য, উপেক্ষা করতেই প্রধান উপদেষ্টা নাম মুখে আনেন না। এটা কোনও অবস্থাতেই সৌজন্য নয়। কারও কারও মতে, রাজনৈতিক অভিযোগ রাজনীতির ময়দানে মোকাবিলা হবে। কিন্তু পাঁচবারের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগের সাড়ে চার দশকের সভাপতিকে উপেক্ষা, তাচ্ছিল্য করা কাঙ্ক্ষিত নয়।
আওয়ামী লিগ নেতারা বলছেন, ইউনুস বিশ্ববাসীর সামনে তাঁর ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে চান। তাই তিনি সাবেক প্রধানমন্ত্রীর নাম মুখে না এনে দেখাতে চান, নারী নেত্রীর মর্যাদা রক্ষায় তিনি সচেতন। আসলে তিনি অসম্মান করছেন। নাম না করে রাজনৈতিক আক্রমণ অসৌজন্য।