Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৭ জনের মৃত্যুর আশঙ্কাতেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়
Bangladesh News

ইউনুস সরবেন, নাকি ওয়াকারের অপমান হজম করে থেকে যাবেন, স্পষ্ট হবে শনিবার

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Md Yunus, chief advisor to the government of Bangladesh) পদত্যাগের সম্ভাবনা ঘিরে জল্পনা অব্যাহত।

ইউনুস সরবেন, নাকি ওয়াকারের অপমান হজম করে থেকে যাবেন, স্পষ্ট হবে শনিবার

মহম্মদ ইউনুস ও সেনাপ্রধান।

শেষ আপডেট: 24 May 2025 07:56

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Md Yunus, chief advisor to the government of Bangladesh) পদত্যাগের সম্ভাবনা ঘিরে জল্পনা অব্যাহত। নানা কারণে তিনি পদত্যাগ করতে চান বলে দু’দিন আগে জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাগিদ ইসলাম (Nahid Islam, Chief Convenor to the National Citizen Party) । সেই থেকে জল্পনা অব্যহত। ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য রেজওয়ানা চৌধুরী (Razwana Choudhury, Advisor for environment and forest) জানিয়েছেন, পদত্যাগের বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে বিশদে কথা হয়েছে। এই বিষয়ে যা বলার ড. ইউনুস নিজেই বিস্তারিত জানাবেন।

এদিকে, পদত্যাগের জল্পনার মধ্যেই বিএনপি (BNP) এবং জামায়াতে ইসলামির (Jam-E-Islami) নেতাদের বৈঠকে ডেকেছেন ইউনুস। শনিবার বিকাল ৪’টায় তিনি প্রথমে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। জামাতের আমির শফিকুর আলম সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছিলেন ইউনুসকে। সেই বৈঠক থেকে ইউনুসের থেকে যাওয়ার পক্ষে প্রস্তাব গ্রহণ করানোর পরিকল্পনা নিয়ে এগচ্ছিলেন শফিকুর।

শুধু জামাত নয়, আরও বেশ কিছু রাজনৈতিক শক্তি ইউনুসকে প্রধান উপদেষ্টা পদে রেখে দিয়ে জোর তৎপরতা শুরু করেছে। শনিবার ঢাকায় ফের একটি লংমার্চের ডাক দেওয়া হয়েছে। ইউনুসের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করে তাঁকে পাঁচ বছর ক্ষমতায় রেখে দেওয়ার দাবিতে এই লংমার্চের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। যদিও তারা সরকারিভাবে সামনের সারিতে নেই। জুলাই জনতা-র নামে অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইউনুসের ঘনিষ্ঠ মহল তাঁকে বোঝাচ্ছে তিনি সরে গেলে তারা চরম বিপদের মুখে পড়বেন। দেশের পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে তাতে অন্তর্বর্তী সরকারের পতনের পর গত বছরের ৫ অগাস্টের পুনরাবৃত্তি হওয়া অসম্ভব নয়। আওয়ামী লিগের নেতাদের দশা হতে পারে অন্তর্বর্তী সরকারের লোকজন এবং তাদের সমর্থকদের। গণধোলাই এবং মন ভায়োলেন্সের শিকার হওয়াও অসম্ভব নয়।

সরকারি সুত্রে জানা যাচ্ছে, জামাতের পরামর্শ মতো সর্বদলীয় বৈঠক ডাকার আগে প্রধান উপদেষ্টা আগে দুই প্রধান দলের সঙ্গে কথা বলে নিতে চান। বিএনপির পর সন্ধ্যায় জামাত নেতাদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার পার্টি জানিয়েছে, তারা মহম্মদ ইউনুসের পদত্যাগ চায় না। কিন্তু দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চায়। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও সরানোর দাবি তুলেছে বিএনপি।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি ইউনুসের তিন উপদেষ্টাকে বিএনপির দোসর আখ্যা দিয়ে তাঁদের সরানোর দাবি তুলেছে। এই পরিস্থিতিতে ইউনুস নিজে সরবেন নাকি, বিতর্কিত উপদেষ্টাদের সরাবেন সেটাই এখন দেখার।

ইউনুস কেন পদত্যাগ করতে চান? তাঁর ঘনিষ্ট মহল থেকে বলা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকার উজ জামান ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, ইউনুস মনে করছেন সেটা তাঁর সরকারকে প্রকাশ্যে হুঁশিয়ারি। ডিসেন্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ভোট হবে বলে সরকার কথা দিলেও সেনা প্রধান যেভাবে বিএনপির সুরে তাল মিলিয়ে ডিসেম্বরকে সময়সীমা বেঁধে দিয়েছেন তাতেই গোল বেঁধেছে। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, সেনা প্রধানের কথায় তিনি অপমানিত বোধ করছেন।

প্রশ্ন হল, তিনি কি তাহলে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাবেন? বৃহস্পতিবার ইউনুস পদত্যাগের হুঁশিয়ারি দেওয়ার পর শুক্রবার এ নিয়ে উচ্চবাচ্য করেননি। যদিও তাঁর উপদেষ্টাদের একাংশ এবং সুশীল সমাজের কয়েকজন পদত্যাগ না করার পরামর্শ দিয়েছেন। তাঁর ডাক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ইউনুস পদত্যাদ করবেন না বলে পোস্ট দেওয়ার পর তা ডিলিট করে দেন।

জানা যাচ্ছে, শেষ পর্যন্ত ইউনুস থাকবেন নাকি, বিবদমান দুই শিবির বিএনপি এবং এনসিপির দাবি মতো কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেবেন সেটাই এখন দেখার। পরবর্তী পরিস্থিতি কোন দিকে গড়ায় শনিবার রাতের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।


ভিডিও স্টোরি