শেষ আপডেট: 9th December 2024 14:39
দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। মধ্যাহ্ন ভোজ শেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেসের সঙ্গে দেখা করবেন ভারতের বিদেশ সচিব। সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা বিক্রম মিস্রির।
ওই বৈঠকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ইউনুসের হাতে ভারত সফরে আসার আমন্ত্রণপত্র তুলে দিতে পারেন। ভারতের প্রধানমন্ত্রীর কোনও বিশেষ বার্তাও পৌঁছে দিতে পারেন।
গত অক্টোবরে ইউনুস দায়িত্ব নেওয়ার পর মোদীর সঙ্গে তাঁর টেলিফোনে সৌজন্য বিনিময় হয়েছিল। দু'জনেই একে অপরকে নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর ভারতের বিদেশ সচিবের চেয়ে পদস্থ কোনও কর্তা বাংলাদেশ সফর করেননি। সাধারণত মৌখিক আমন্ত্রণ জানানোর পর বিদেশ মন্ত্রী অথবা বিদেশ সচিব আমন্ত্রণপত্র তুলে দেন।গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে তৎকালীন বিদেশ সচিব ঢাকা গিয়েছিলেন।
এই ধরনের আমন্ত্রণের প্রেক্ষিতে সব সময় সফরের সিদ্ধান্ত হয় না। তবু কূটনীতিতে এই জাতীয় আমন্ত্রণকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। দু দেশের সম্পর্কের মধ্যে যে অস্থিরতা চলমান তাতে সৌজন্যের নজিরগুলি প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব পেয়ে থাকে। দু দেশের মধ্যে সম্পর্কের শীতলতার মধ্যে ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরকে সেই কারণে ইউনুস সরকার ইতিবাচক মনে করছে। রবিবার ঢাকায় সরকারিভাবে সে কথা জানায় বাংলাদেশ সরকার। সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে বিকালে সরকারিভাবে জানানো হবে।