শেষ আপডেট: 2nd December 2024 21:12
দ্য ওয়াল ব্যুরো: ইসকনের সাবেক সাধু জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার জামিন দেবে কি চট্টগ্রামের আদালত? বাংলাদেশ সরকার কি তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করবে? তাঁকে নতুন কোনও মামলায় ফাঁসানো হবে না তো। জামিনের আবেদন নিয়ে লড়াই করার জন্য আইনজীবী পাবেন তো তিনি?
এমন অনেক প্রশ্ন ঘোরাফেরা করেছে সংশ্লিষ্ট সব মহলে। সনাতন ধর্মাবলম্বীরা তাঁর মুক্তি চেয়ে অধীর অপেক্ষায় আছেন।
এদিকে, চট্টগ্রাম আদালতের আইনজীবী সমিতি সোমবার দাবি তুলেছ, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণকে খুনের মামলায় অভিযুক্ত করতে হবে। গত ২৬ নভেম্বর ইসকনের ওই সাধীকে আদালতে তোলার পর এলাকায় গোলমালে এক আইনজীবী নিহত হন।
সোমবার তাঁর স্মরণে আদালত চত্বরে সভা ও পদযাত্রা করেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। চট্টগ্রাম বার অ্যাসোসিয়োশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার আমরা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে চায়। আদালত চত্বরে থাকা আইনজীবী হত্যায় চিন্ময় কৃষ্ণের উসকানির কাজ করেছে। ম্যাজিস্ট্রেট মঙ্গলবার আইনজীবীদের দামি মেনে নিয়ে খুনের মামলায় তাঁকে আটকে রাখেন কিনা সেটাই এখন দেখার।