শেষ আপডেট: 5th March 2025 07:55
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) শিক্ষা উপদেষ্টার (Education Advisor) পথ থেকে সরে যাচ্ছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তাঁর জায়গায় শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আরবার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) আন্তর্জাতিক সম্পর্ক (Internation relations) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি একজন মানবাধিকার সংগঠনও। ওয়াহিদউদ্দিন মাহমুদ আপাতত শুধু পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। শিক্ষার সঙ্গে ওই মন্ত্রকও তাঁর হাতে ছিল। নতুন শিক্ষা উপদেষ্টা হিসাবে আরবার বুধবার শপথ গ্রহণ করবেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন শপথ নিতে পারেন।
এদিকে, ওয়াহিদউদ্দিন মাহমুদকে সরানোর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি সম্প্রতি সরকারি কাজে দুর্নীতি, অনিয়ম নিয়ে সরব হয়েছিলেন। অনেকে মনে করছেন সরানোর একাধিক কারণের সেটিই মুখ্য। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শাখাওয়াত হোসেনকে। তিনি জুলাই-অগাস্ট আন্দোলনে নিহত, আহতদের শরীরে বিদ্ধ বুলেট নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ওই বুলেট বাংলাদেশের সেনা, পুলিশ-সহ কোনও বাহিনী ব্যবহার করে না। ওই মন্তব্যের দিন সাতেকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই পরিবর্তন হয় অন্তর্বর্তী সরকারের গোড়ায়। আগামী শুক্রবার সরকারের সাত মাস পূর্ণ হবে। তার আগে আরও এক উপদেষ্টাকে সরতে হচ্ছে।
ওয়াহিদউদ্দিনকে শিক্ষা থেকে সরানো নিয়ে কেউ বলছেন শিক্ষাক্ষেত্রে চলমান নৈরাজ্যের (anarchy in education) কারণ অপসারণের একটি কারণ। কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, উপাচার্যদের লাগাতার হেনস্থা এবং সেই পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থতার কারণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার সমবয়সি এই উপদেষ্টার কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট।
বাংলাদেশের স্কুলের ছেলেমেয়েদের এখনো সরকারি বই দেওয়া যায়নি। টেক্সট বই দেওয়া নিয়ে মন্ত্রকের ব্যর্থতাও মহম্মদ ইউনুসকে (Md Yunus) কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে বলে তার ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে। টেক্সট বই দিতে না পারা নিয়ে সবচেয়ে সরব ছিলেন শেখ হাসিনা (Sheikh Hasina) । তিনি ভার্চুয়াল সভায় বারে বারে দাবি করছিলেন, অতীতে কখনও শিক্ষাবর্ষ শুরুর তিন মাস পেরিয়ে যাওয়ার পরও টেক্সট বই না দেওয়ার ঘটনা ঘটেনি।
তবে তৃতীয় একটি কারণ হাজির করে কেউ কেউ বলছেন বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনাবলী নিয়ে শিক্ষা উপদেষ্টার প্রতিক্রিয়াতে জামায়াতে ইসলামি-সহ একাধিক ইসলামিক দল ওয়াহিদউদ্দিন মাহমুদের মন্তব্যে রুষ্ট। তারা সরকারের উপর চাপ তৈরি করেছিল শিক্ষা উপদেষ্টা কে সরিয়ে দিতে হবে। মহম্মদ ইউনুস চাপের মুখে ওই উপদেষ্টাকে ছড়াচ্ছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন প্রাতঃস্মরণীয় বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় এবং সত্যেন্দ্রনাথ বসুর নামাঙ্কিত ভবন এবং প্রেক্ষাগৃহের নাম গত মাসে বদলে ফেলা হয় সিন্ডিকেটের সিদ্ধান্তে। সেই সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেছিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা।