চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
শেষ আপডেট: 26th November 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো: চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (Chinmoy Krishna Das bramhachari) আসল নাম ছিল চন্দন কুমার ধর। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট হিন্দু নেতা। চিন্ময় কৃষ্ণ আগে ইস্কনের (ISKCON) নেতা এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয় (Chinmoy Krishna Das Arrested)। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি স্টার এবং এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে (Chinmay Prabhu Arrest Latest Update)।
গত কয়েক দিনে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে একাধিক সমাবেশের নেতৃত্ব দেন। তিনি দাবি করেন যে, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া 'নিপীড়নের' বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছিল। তবে তাঁর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট-এর সক্রিয় সদস্য। দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্যের বিরুদ্ধে তিনি বরাবর সোচ্চার ছিলেন।
তাঁর গ্রেফতারির বিষয়ে ঢাকা পুলিশের মুখপাত্র তলেবুর রহমান জানিয়েছেন, কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই গ্রেফতারি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি করেছে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দাবি, তাঁর গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলা এবং কৃষ্ণ দাসের মতো নেতাদের ভূমিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক তীব্রতর হচ্ছে। আগামী দিনে এই ঘটনা কী মোড় নেয়, তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই।