ঢাকায় মুজিবের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে উন্মুক্ত জনতা। গ্রাফিক্স- শুভম সেনগুপ্ত।
শেষ আপডেট: 5th February 2025 23:45
অমল সরকার
গণ-অভ্যুত্থানের ছয় মাসের মাথায় বাংলাদেশে ফের আক্রান্ত শেখ মুজিবুর রহমানের স্মৃতি। ঢাকায় তাঁর ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি ভাঙছে উন্মত্ত জনতা। বাড়ির প্রবেশ মুখে বঙ্গবন্ধুর ম্যুরালটি আগেই খানিক ভাঙা হয়েছিল।
বুধবার রাতে ফের সেটির উপর শাবল, কুড়ালের ঘা পড়েছে। কয়েক হাজার উন্মত্ত জনতা বাড়িটি ঘিরে রেখেছে। হাত গুটিয়ে পুলিশ, সেনা। তারা বাধা দেওয়ার চেষ্টা করেনি। জনতা থেকে থেকে আওয়াজ উঠেছে, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার।’
এদিকে, খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ‘শেখ বাড়ি’। শেখ হাসিনার এক আপন কাকার বাড়ি পুরসভার বুলডোজার নিয়ে গিয়ে ভাঙছে ‘বিপ্লবী ছাত্র জনতা।’ খুলনার ময়লাপোতা এলাকায় বাড়িটি ‘শেখ বাড়ি’ নামে পরিচিত।
খুলনায় শেখ হাসিনার কাকার বাড়ি পুরসভার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে।
বাড়িতে বর্তমানে কেউ থাকেন না। গত বছর ৫ অগাস্ট গণ অভ্যুত্থানের দিন ঢাকায় মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িটির পাশাপাশি খুলনার শেখ বাডড়িতেও হামলা হয়েছিল। তখনই বাড়ি ছাড়েন শেখ হাসিনার খুড়তুতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ তাঁদের পরিবারের সদস্যরা ওই বাড়ি থেকেই একটা সময় দেশের দক্ষিণ প্রান্তে আওয়ামী লিগের রাজনীতি পরিচালিত হত।
বুধবার রাতে শেখ হাসিনা দলের উদ্দেশে অনলাইনে ভাষণ দেন (sheikh hasina live)। তাঁর ভাষণ শুরুর ঠিক মুখে শুরু হয়ে যায় মুজিবের বাড়ি ভাঙা। ভাষণ চলাকালে তা চলতে থাকে।