শেষ আপডেট: 6th March 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন (National parliamentary election) কবে হবে? এই প্রশ্নের জবাব পেতে উগগ্রীব সে দেশের মানুষ। ভারত-সহ বিশ্বের বহু দেশও বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময় জানতে আগ্রহী। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সহজ বলে কূটনৈতিক মহলের অভিমত।
একটি বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus) জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। বিএনপি-সহ (BNP) বিরোধী দলগুলির অবশ্য দাবি, সংবাদমাধ্যমে নয়, সরকারিভাবে সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচনের সময় ঘোষণা করুন প্রধান উপদেষ্টা।
সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লিগ (Awamy League) কি ভোটে অংশ নিতে পারবে? জবাবে ইউনুস বলেছন, সেটা আওয়ামী লিগের উপর নির্ভর করছে। সেই সঙ্গে বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শেষ কথা বলবে নির্বাচন কমিশন।
প্রধান উপদেষ্টার এই উত্তরের জবাবে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লিগ কীভাবে ভোটে অংশ নেবে? তারা তো রাজনৈতিক কর্মকাণ্ডই করতে পারছে না। জবাবে ইউনুস বলেন, সংবাদমাধ্যমের কাছে নালিশ না করে আওয়ামী লিগের উচিত আদালত, পুলিশ-প্রশাসের কাছে যাওয়া। দেশে আদালত আছে, থানা আছে।
আওয়ামী লিগ নেতৃত্ব অবশ্য বলছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযানে কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দেশে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ নেই। এমনকী ‘জয় বাংলা’ বললে, দেওয়ালে লিখলেও পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ভোট তো দূরের কথা, স্বাভাবিকভাবে রাজনীত করার সুযোগটুকু পর্যন্ত নেই।
ভোটের বিষয়ে ইউনুস আরও বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে ভোট করা হতে পারে। ন্যূনতম সংস্কার তারমধ্যে না করা গলে ২০২৬-এর মার্চ নাগাদ ভোট করানো হতে পারে।
সাক্ষাৎকালে ইউনুস গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, ‘আমরা সম্পূর্ণ বিশৃঙ্খলা থেকে এসেছি। তখন মানুষকে গুলি করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল।’ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল, তারপর সাত মাস কেটে গেলেও আইনশৃঙ্খলার কেন উন্নতি হয়নি। জবাবে তিনি বলেন, ‘ভাল’ একটি আপেক্ষিক শব্দ। এখন যা ঘটছে, তা অন্য সময়ের চেয়ে ভিন্ন কিছু নয়।’
বিগত শেখ হাসিনা সরকারকে দায়ী করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এসব জিনিস ঘটুক, তা আমি সমর্থন করছি না। আমরা একটি আদর্শ দেশ বা একটি আদর্শ শহর নই, যা আমরা হঠাৎ করে তৈরি করেছি। এটা আমাদের দেশের একটি ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বহু বছর ধরে দেশের এই ধারাবাহিকতা চলে আসছে।’