Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডিরআমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী
Md Yunus

ইউনুস পদত্যাগ করলে কোন পথে বাংলাদেশ? সেনাকে দায়িত্ব নিতে সমাজমাধ্যমে আর্জির ঢেউ

রাজনৈতিক দলগুলি ইউনুসের এই ভাবনাকে ‘নাটক’ বলে সন্দেহ করলেও তিনি যাদের সঙ্গে কথা বলেছেন, তাঁরা মনে করছেন মহম্মদ ইউনুস দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশ। তিনি নিজেও মনে করছেন দেশে অরাজক পরিস্থিতি চলছে।

ইউনুস পদত্যাগ করলে কোন পথে বাংলাদেশ? সেনাকে দায়িত্ব নিতে সমাজমাধ্যমে আর্জির ঢেউ

মহম্মদ ইউনুস

শেষ আপডেট: 23 May 2025 07:24

দ্য ওয়াল ব্যুরো: প্রধান উপদেষ্টার (Chief Advisor to Bangladesh) পদ থেকে মহম্মদ ইউনুস (Md Yunus) শেষ পর্যন্ত সবে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার তিনি দিনভর উপদেষ্টা, পদস্থ আমলা, কূটনীতিক, আইন-শৃঙ্থলা বাহিনীর অফিসারদের সঙ্গে আলোচনায় পদত্যাগ করে সরে যাওয়ার কথা বলেছেন। রাজনৈতিক দলগুলি ইউনুসের এই ভাবনাকে ‘নাটক’ বলে সন্দেহ করলেও তিনি যাদের সঙ্গে কথা বলেছেন, তাঁরা মনে করছেন মহম্মদ ইউনুস দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশ। তিনি নিজেও মনে করছেন দেশে অরাজক পরিস্থিতি চলছে।

একজন উপদেষ্টা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা তাঁদের বলেছেন, তিনি সরে গেলে বাকিরা মিলে যেন একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠন করে দেশের অবাধ নির্বাচনের ব্যবস্থা করেন । সেই সঙ্গে ইউনুস ওই উপদেষ্টাদের বলেছেন, দেশের শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নেই ((no situation for free and fair vote)। ভোট হলে অতীতের মতোই ব্যালট ছিনতাই, আগের রাতে ভোট ইত্যাদি হবে।

প্রশ্ন হল, ইউনুসের বক্তব্য যদি নাটক না হয়ে সত্যিই তিনি সরে যান যে ক্ষেত্রে কী হবে। ওয়াকিবহাল মহল মনে করছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাষ্ট্রপতির হাতে দুটি বিকল্প আছে। এক, তিনি ফের সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আর একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন। সেই সরকারের কাজ হবে কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সংঘঠিত করা। দুই. রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের ১৪১-ক অনুচ্ছেদ (Article 141-A) বলে দেশে জরুরি অবস্থা জারি করে সেনাপ্রধানকে দিয়ে মার্শাল বা সেনা আইন চালু করতে বলতে পারেন। জরুরি অবস্থা জারির জন্য অবশ্য প্রধানমন্ত্রীর আগাম সম্মতি নিতে হয়। দেশে যেহেু এখন প্রধানমন্ত্রী নেই, তাই রাষ্ট্রপতি একক উদ্যোগে এগোতে পারেন। কয়েকজন উপদেষ্টাকে দিয়ে আপাতত দেশ চালাতে পারেন তিনি। তাতে মৌলিক অধিকার বাতিল হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে রাজনৈতিক কর্মকাণ্ড। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন নির্বাচন করানো হবে। বাংলাদেশের বহু রাজনৈতিক নেতাও মনে করেন, চলতি পরিস্থিতিতে সেটাই সঠিক সিদ্ধান্ত হতে পারে।

আওয়ামী লিগ কী চাইছে? ওই দলের নেতারা কয়েক মাস ধরেই দাবি করে আসছেন, দেশে একটি জাতীয় সরকার হোক। যেমনটা করা হয়েছিল ২০০৭-২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেনা সমর্থিত সেই সরকার আওয়ামী লিগ-সহ সব দলের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা করুক। শেখ হাসিনা-সহ দলের নেতাদের নিরাপত্তার গ্যারান্টি সহ দেশে ফেরার অনুমতি দেওয়া হোক।

অন্যদিকে, নতুন সরকার একটি কমিশন গঠন করে দিক। সেই কমিশনে যদি কোনও নেতা অভিযুক্ত হন তাহলে তাঁকে শাস্তির আওতায় নেওয়া হোক। দল নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ বাতিল করা হোক।

ওয়াকিবহাল মহল মনে করছে, যা করার ১০ জুনের আগে করতে হবে। কারণ, ১০ জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি হওয়ার কথা। ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান উপদেষ্টামণ্ডলী বহাল থাকলে তারা জুলাই ঘোষণাপত্র জারি করে সংবিধান স্থগিত করে দিতে পারেন। তখন রাষ্ট্রপতিকেই সরিয়ে দিতে পারে সরকার। রাষ্ট্রপতি সরে গেলে সেনাপ্রধানকেও অপসারণ সহজ হয়ে যাবে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রশ্ন হচ্ছে, ইউনুস সত্যিই সরে যাবেন কিনা। সেনা প্রধানের সঙ্গে তাঁর বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। তাঁর সরকারের বিরুদ্ধে দেশের ভূখণ্ড বিকিয়ে দিয়ে সার্বভৌমত্ব বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণেও তিনি উদ্যোহী হয়েছেন। এই সব বিষয়েই সেনা প্রধান অন্তর্বর্তী সরকারের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। সেনা প্রধানের প্রকাশ্য অনাস্থার পর প্রধান উপদেষ্টা পদে ইউনুসের থাকা নিয়ে সম্মান-অসম্মানের প্রশ্ন জড়িয়ে গিয়েছে। অনেকে তাই মনে করছেন, সরে যাওয়ার কথা বলে ইউনুস আসলে সময় পার করছেন। তিনি সুযোগ খুঁজছেন সেনাপ্রধানকে সরানোর। এখন দেখার কে থাকেন, কে বিদায় নেন।

অন্যদিকে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বহু মানুষ চাইছেন সেনাবাহিনী দেশের ভার নিক। দেশে, দেশের বাইরে বাংলাদেশিরা এই ব্যাপারে সমাজমাধ্যমে সরব। সেনা প্রধান ওয়াকার উজ জামান বারে বারে বলেছেন, ক্ষমতা দখলের কোনও বাসনা তাঁর নেই। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়াই তাঁর কাজ। কিন্তু সাধারণ মানুষ মনে করছেন মহম্মদ ইউনুস সরকারকে নিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একমাত্র সেনাবাহিনীই পারে দেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে। এই মুহূর্তে ওয়াকার উজ জামান দেশের যে কোনও রাজনীতিকের থেকে বেশি জনপ্রিয়।


ভিডিও স্টোরি