শেষ আপডেট: 17th February 2025 22:32
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, অপেক্ষা করুন। আমি দেশে ফিরব। ফিরে ইউনুসদের অনাচার, অত্যাচারের বিচার করব।
সোমবার রাতে দিল্লি থেকে আওয়ামী লিগের সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অনুষ্ঠান 'দায়মুক্তি' যোগ দিয়ে সরকার বিরোধী আন্দোলনের সময় নিহত পুলিশ কর্মীর স্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী।
বিএনপি সহ বাংলাদেশের একাধিক দল ও সরকারের উপদেষ্টারা যখন হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে সরব, আওয়ামী লিগ নেত্রী তখন পাল্টা হুঁশিয়ারি দিলেন। কথোপকথন এবং সংক্ষিপ্ত ভাষণে তিনি বারে বারে বলেন, অপেক্ষা করুন, আমি দেশে ফিরব। সবাই বিচার পাবেন।'
চার পুলিশ কর্মীর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে জানান, কী নৃশংসভাবে তাঁদের স্বামীকে পিটিয়ে, কুপিয়ে খুন করা হয়েছে। চারজনই জানান, তাঁরা অর্থ কষ্টের মধ্যে আছেন। তাঁদের একজন থাকেন শেখ হাসিনার দেশের বাড়ি গোপালগঞ্জে। তিনি বলেন, তাঁর থাকার জায়গা নেই। হাসিনা দলকে নির্দেশ দেন, নিহত পুলিশ কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে।
আওয়ামী লিগ নেত্রী নিহত পুলিশ সদস্যদের স্ত্রীদের কথা দেন তিনি দেশে ফিরে প্রত্যেকের সমস্যার সমাধান করবেন। হাসিনা বলেন, আমার উপর অনেকবার হামলা হয়েছে। প্রতিবারই আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ৫ অগাস্ট ফের আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। সেদিনও আল্লাহ যখন বাঁচিয়েছেন তখন নিশ্চয়ই আমাকে দিয়ে বড় কোনও কাজ করাবেন।
আওয়ামী লিগ নেত্রী বলেন, বঙ্গবন্ধুকে খুনের সময় আমি দেশে ছিলাম না। দেশে ফেরার অবস্থা ছিল না। পরে দেশে ফিরে আইন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি। জুলাই-অগাস্টে আন্দোলনের সময় যারা খুন সন্ত্রাস করেছে এবারও দেশে ফিরে তাদের বিচার করব। ইউনুস ও তাঁর মিত্রদের ছাড়া হবে না। সবাইকে বিচারের কাঠগড়ায় তুলব।