শেষ আপডেট: 17th March 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh situation) নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) অত্যন্ত চিন্তিত। তিনি মার্কিন প্রশাসনকে (US administration) বাংলাদেশের ঘটনাবলীর দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard) । মার্কিন গোয়েন্দা বাহিনীর (US intelligence chief) প্রধান তুলসী বর্তমানে দিল্লিতে আছেন। গোয়েন্দা তথ্য বিনিয়ম এবং সুরক্ষা, নিরাপত্তা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রবিবার ভারতে (India) এসেছেন তিনি।
দিল্লিকে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের (persecution on Hindus and other minorities) উপর নিপীড়ন (torture), নির্যাতনের (harassment) ঘটনা এবং ইসলামিক মৌলবাদ (Islamic extremism) এবং সন্ত্রাসী কার্যকলাপ (terrorist activities) বৃদ্ধির বিষয়ে নিজের এবং প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগের কথা জানান।
ভারত সরকার এবং বিজেপি-সহ (BJP) দেশের প্রথমসারির রাজনৈতিক দলগুলি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় সরব। মহম্মদ ইউনুসের (Md Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু নিপীড়নের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে মানতে চায়নি। অন্যদিকে, বাংলাদেশে ইসলামিক জঙ্গিদের বোলবোলা নিয়েও সরব ভারত। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের প্রায় আড়াইশো জেল বন্দি জঙ্গি এখন মুক্ত। তারা হয় জেল ভেঙে পালিয়েছে অথবা সরকার পক্ষ আপত্তি না করায় জামিন পেয়ে গিয়েছে। এই ব্যাপারেও ভারত সরকারের আপত্তি কানে তুলছে না বাংলাদেশ সরকার।
দিল্লি সফরে এসে মার্কিন গোয়েন্দা প্রধান ভারতের সুরেই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দিন কয়েক আগে নিষিদ্ধ সংগঠন হিজব-উত তাহেরির ঢাকায় আগাম ঘোষণা দিয়ে বড় সমাবেশ করেছে। নিষিদ্ধ সংগঠনের সমাবেশ ঠেকাতে ইউনুস সরকারের পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে নানা মহল থেকে অভিযোগ করা হয়েছে।
তুলসি গত মাসে মার্কিন গোয়েন্দা প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় তুলসীর সঙ্গে বৈঠক। এই মার্কিনি নারী হিন্দু ধর্মাবলম্বী এবং ইসকনের অনুগামী (follower of ISCON)। প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছিল বলে খরব। আগামীকাল মঙ্গলবার তুলসী দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
রবিবার দিল্লি পৌঁছানোর পর ভারতের নিরাপত্তা উপদেষ্টা (Chief security Advisor) অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে তুলসী বৈঠক করেন। জানা গিয়েছে, ওই বৈঠকে ডোভাল মার্কিন গোয়েন্দা কর্তাকে জানান, কীভাবে পাকিস্তানের মতো বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে উঠছে।
সাক্ষাৎকারে তুলসি জানান, বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই বিষয়গুলি নিয়ে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত উদ্বিগ্ন বলে জানিয়েছেন তুলসী।