শেখ হাসিনা
শেষ আপডেট: 12th March 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: হত্যা (murder), গুম -সহ মানবতা বিরোধী একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশের (Bangladesh) সাবেক প্রধানমন্ত্রী শেখ (Ex PM of Bangladesh Sheikh Hasina) হাসিনার বিরুদ্ধে আগামী মাসে চার্জশিট (charge sheet) পেশ করার তোড়জোড় শুরু হয়েছে। আগামী মাসেই চার্জ গঠন করে শুনানি শেষ করার পরিকল্পনা নিয়ে এগচ্ছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (The International Crimes Tribunal-ICT)। সেখানেই হাসিনা-সহ আওয়ামী লিগের (Awami League) সাবেক সাংসদ, মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই ট্রাইব্যুনালের নির্দেশেই বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে চিঠি দিয়েছে ভারত সরকারকে (Govt of India)। ইন্টারপোলকেও (Interpole) চিঠি দিয়েছে রেড কর্নার নোটিস (red corner) জারি করতে।
প্রায় পাঁচ মাস হয়ে গেল রেড কর্নার নোটিস অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে কোনও পদক্ষেপ করেনি ইন্টারপোল। বাংলাদেশ সরকারের চিঠির প্রাপ্তি স্বীকার কলতেও হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনও জবাব দেয়নি ভারত। এই অবস্থায় হাসিনা ও আওয়ামী লিগ নেতাদের অনুপস্থিতিতেই বিচার হওয়ার সম্ভাবনা বেশি। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus) বলেছেন, প্রয়োজনে হাসিনার অনুপস্থিতিতেই বিচার করা হবে। বিচারের সঙ্গে পত্যর্পণের কোনও সম্পর্ক নেই।
চলতি বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশে জাতীয় সংসদ (Bangladesh parliamentary election) নির্বাচন হওয়ার কথা। তার আগে হাসিনার বিচার শেষ করে সাজা ঘোষণার পরিকল্পনা নিয়ে এগচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা অক্টোবরের মধ্যে আওয়ামী লিগ নেত্রীর বিচার শেষ করার পরিকল্পনা নিয়ে এগচ্ছে। ওয়াকিবহাল মহল এবং হাসিনার অনুগামীদের বক্তব্য, আওয়ামী লিগকে নির্বাচন থেকে দূরে রাখতেই অক্টোবরের মধ্যে বিচার শেষ করার তোড়জোড় করা হচ্ছে। আইনজ্ঞদের একাংশের বক্তব্য, যে ধরনের অভিযোগ মামলায় করা হয়েছে, সেগুলির বিচার কোনও অবস্থাতেই ফারস্ট ট্র্যাক কোর্টে করা সম্ভব নয়। বিশ্বের কোথাও এই জাতীয় অপরাধের অভিযোগের বিচার পাঁচ-ছয় মাসের মধ্যে করা সম্ভব নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুত্রের খবর, হাসিনা ও আওয়ামী লিগ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে আগামী মাসে চার্জশিট পেশ করবে ট্রাইব্যুনাল গঠিত তদন্ত কমিটি। সম্প্রতি ট্রাইব্যুনালের সরকারি আইনজীরী তাজুল ইসলাম (Tazul Islam) তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেন।
সেখানে তদন্তকারীরা কথা দেন চলতি মাসেই তদন্তের অবশিষ্ট কাজ শেষ করে ফেলা যাবে। ট্রাইব্যুনাল সুত্রের খবর, বাংলাদেশে গত বছর গণঅভ্যুত্থান ঠেকাতে হাসিনা সরকারের পদক্ষেপের সমালোচনা করে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস যে রিপোর্ট দিয়েছে তদন্তে সেটি অন্তর্ভুক্ত করা হবে।
আওয়ামী লিগ সুত্রের খবর, শুনানি শুরু হলে হাসিনা-সহ দলের নেতাদের হয়ে মামলা লড়বেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (Bangladesh Supreme court) সনামধন্য আইনজীবী জেড ওয়াই খান পান্না (Z Y Khan Panna)। তিনি একজন মানবাধিকার সংগঠক হিসাবেও আন্তর্জার্তিক দুনিয়ায় পরিচিত নাম। সম্প্রতি তিনি দ্য ওয়াল-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সম্পূর্ণ নিজের ইচ্ছায় তিনি ওই মামলা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি দু’বার আন্তর্জাতির অপরাধ আদালতে হাজির হয়ে মামলার প্রাথমিক কাজ সেরে রেখেছেন।
অভিযুক্ত আওয়ামী লিগ নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমার মক্কেলরা খুন, গুমের মতো অপরাধে যুক্ত থাকার মতো মানুষ নন। তাছাড়া মামলায় অনেক অভিযোগ করা যায়। অভিযোগ প্রমাণে কী ধরনের নথিপত্র জমা হয় দেখতে হবে।