শেষ আপডেট: 4th September 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বাংলাদেশে গণ অভ্যুত্থান তথা শেখ হাসিনা সরকারের পতনের একমাস। গত মাসের ৫ তারিখ গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
ছাত্র-জনতার বিপ্লবের একমাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে শহিদি মার্চের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাঁদের পক্ষে সারজিস আলম ঢাকায় সাংবাদিক বৈঠক করে বলেন, শহিদদের স্মৃতিতে প্রতিটি পাড়ায় মিছিল করা হবে। মূল মিছিল হবে ঢাকায়। তাতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস-সহ সব উপদেষ্টাই যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের পুলিশ-প্রশাসনের একাংশ বৃহস্পতিবারের কর্মসূচি নিয়ে চিম্তিত। তারা মনে করছে, এই কর্মসূচিকে কেন্দ্র করে ফের প্রতিহিংসার আগুন জ্বলে উঠতে পারে দেশ। দেশের সব থানা এখনও স্বাভাবিকভাবে কাজ শুরু করেনি। কাজে যোগ দেননি বহু পুলিশ কর্মী। মিছিল থেকে আওয়ামী লিগ সমর্থকদের ঘরবাড়িতে ফের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সারজিস আলম জানিয়েছেন, বৃহস্পতিবারের মিছিলে সব শহিদ পরিবারের সদস্যদের শামিল হতে আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে প্রত্যাশা, কেমন বাংলাদেশ চাই, এই সব বিষয়ে লেখা পোস্টার, ছবি নিয়ে মিছিলে অংশ নিতে অনুরোধ করা হয়েছে।