ঢাকা মহানগর পুলিশের কার্যালয়।
শেষ আপডেট: 6 August 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলে সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। তাতে দাবি করা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের ছুটি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে পাল্টা বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশের তরফে জানানো হল, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। এরকম কোনও ছুটির কথা ঘোষণায় করা হয়নি।
একই সঙ্গে পুলিশ সদর দফতর থেকে পাঠানো আলাদা এক ভিডিও বার্তায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ-আল-মামুন দেশবাসীর উদ্দেশে বলেন, পুলিশের সদস্য ও পুলিশের কার্যালয়গুলিতে আক্রমণ না করার জন্য সকলের কাছে অনুরোধ জানানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও আলাদা করে অনুরোধ জানানো হয়েছে ওই ভিডিও বার্তায়।
প্রসঙ্গত, সোমবার দুপুরে হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই সেনার কর্তৃত্বে রয়েছে বাংলাদেশ। তবে সেনার তত্বাবধানেও শান্তি ফেরেনি। বরং অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধে পর্যন্ত একাধিক সংঘর্ষে দেড়শো জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। তার মধ্যে রয়েছেন একাধিক পুলিশ কর্মীও।
এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বর সঙ্গে বঙ্গভবনে বৈঠকে বসেছেন সেনার তিন বাহিনীর প্রধানরা। রয়েছেন সমাজের বিশিষ্টরাও।
অন্যদিকে বাংলাদেশের শান্তি অক্ষন্ন রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) রুবেল হোসাইন এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি) ঢাকা-সহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে।