Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Bangladesh news

ঢাকায় পুলিশের ছুটির যে খবর রটেছে তা ভুয়ো, পাল্টা বিবৃতিতে জানাল পুলিশ

মঙ্গলবার বিকেলে সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। তাতে দাবি করা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের ছুটি দেওয়া হয়েছে।

ঢাকায় পুলিশের ছুটির যে খবর রটেছে তা ভুয়ো, পাল্টা বিবৃতিতে জানাল পুলিশ

ঢাকা মহানগর পুলিশের কার্যালয়।

শেষ আপডেট: 6 August 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলে সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। তাতে দাবি করা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের ছুটি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে পাল্টা বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশের তরফে জানানো হল, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। এরকম কোনও ছুটির কথা ঘোষণায় করা হয়নি।

একই সঙ্গে পুলিশ সদর দফতর থেকে পাঠানো আলাদা এক ভিডিও বার্তায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ-আল-মামুন দেশবাসীর উদ্দেশে বলেন, পুলিশের সদস্য ও পুলিশের কার্যালয়গুলিতে আক্রমণ না করার জন্য সকলের কাছে অনুরোধ জানানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও আলাদা করে অনুরোধ জানানো হয়েছে ওই ভিডিও বার্তায়।

প্রসঙ্গত, সোমবার দুপুরে হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই সেনার কর্তৃত্বে রয়েছে বাংলাদেশ। তবে সেনার তত্বাবধানেও শান্তি ফেরেনি। বরং অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধে পর্যন্ত একাধিক সংঘর্ষে দেড়শো জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। তার মধ্যে রয়েছেন একাধিক পুলিশ কর্মীও।

এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বর সঙ্গে বঙ্গভবনে বৈঠকে বসেছেন সেনার তিন বাহিনীর প্রধানরা। রয়েছেন সমাজের বিশিষ্টরাও।

অন্যদিকে বাংলাদেশের শান্তি অক্ষন্ন রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) রুবেল হোসাইন এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি) ঢাকা-সহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে।


ভিডিও স্টোরি