শেষ আপডেট: 21st October 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় ঐতিহাসিক রাজু ভাস্কর্যের নারী মূর্তির মাথায় কে বা কারা কালো কাপড়ের হিজাব পরিয়ে দিয়েছে। এই ঘটনার তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে দেশে।
৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই সে দেশে উগ্র ইসলামপন্থীরা মাথাচাড়া দিয়েছে। তারা বাংলাদেশে ইসলামিক শাসন কায়েমের ডাক দিয়ে হিন্দু ও বৌদ্ধ মন্দির, গির্জা ভাঙার পাশাপাশি কয়েকশো সুফির মাজার গুড়িয়ে দেয়, যাঁরা ইসলামের শান্তির বাণী প্রচার করতেন। মনে করা হচ্ছে রাজু ভাস্কর্যের নারী মূর্তির মুখ সেই উগ্রবাদীরাই হিজাব দিয়ে ঢেকে দিয়েছে।
ঢাকার প্রাণ কেন্দ্র শাহবাগের অদূরে অবস্থিত রাজু ভাস্কর্য তৈরি হয়েছিল গত শতকের নয়ের দশকের গোড়ায় এরশাদ বিরোধী আন্দোলনের সময়।
১৯৯২ সালের ১৩ মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে শাসক ঘনিষ্ঠ গুণ্ডারা গুলি করলে মিছিলের অগ্রভাগে থাকা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু নিহত হন।
তিনি সহ এরশাদ বিরোধী আন্দোলনের শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্থায়ী শহিদ বেদী তৈরি করা হয়।
দুই ভাস্কর শ্যামল চৌধুরী ও তাঁর সহযোগী গোপাল পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদর গেটের মুখে ওই ভাস্কর্য তৈরি করেন। ওই ভাস্কর্যে যে আট শহিদের অবয়ব রয়েছে তাঁরা হলেন, মুনীম হোসেন রানা, শাহানা আক্তার শিলু, সাঈদ হাসান তুহিন, আবদুল্লাহ মাহমুদ খান, তাসফির সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেল, উৎপল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনি।