শেষ আপডেট: 14th January 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের চট্টগ্রামের বহু চর্চিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি লুৎফর রহমান বাবরের মৃত্যুদণ্ড রদ করা হল। ওই মামলায় অন্যতম আসামি ভারতের জঙ্গি সংগঠন উলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়াকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছিল। মঙ্গলবার বাংলাদেশ হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ পরেশের সাজার মেয়াদ কমিয়ে ১৪ বছর কারাবাস করেছে।
বাংলাদেশে বিগত বিএনপি জমানায় ভারতের উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলি যথেষ্ট সক্রিয় ছিল। ২০০৪ সালে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ার পর তদন্তে জানা যায় তৎকালীন বিএনপি সরকারের অনেক প্রভাবশালী নেতা, মন্ত্রী অস্ত্র চক্রে জড়িত। ওই অস্ত্র পার্বত্য চট্টগ্রাম দিয়ে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানোর চেষ্টা হয়েছিল। পরেশ বড়ুয়া বাংলাদেশে বসে ভারতে বিচ্ছিন্নতাবাদী কাজ ও জঙ্গিপনা চালিয়ে যাচ্ছিল। স্বভাবতই তাঁর যাবজ্জীবন সাজার মেয়াদ কমার রায় ভারত সরকার ভাল ভাবে নিচ্ছে না।
গণ অভ্যুত্থানের পর পরই বাংলাদেশের জেল থেকে বহু দাগি আসামি পালিয়েছে। আদালতও বহু দাগি আসামিকে মুক্তি দিয়েছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। উদ্বিগ্ন ভারত সরকারও। সীমান্ত পেরিয়ে দাগিরা ভারতে ঢুকে পড়তে পারে, আশঙ্কা নয়াদিল্লির।