শেষ আপডেট: 31st July 2024 21:54
দ্য ওয়াল ব্যুরো: কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের সামনে রেখে তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হয়েছিল বলে বুধবার ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের সময় সরকারি টেলিভিশন সেন্টার, মেট্রোরেল সহ একাধিক প্রতিষ্ঠানে হামলা করা হয়। হামলাকারীদের জঙ্গি আখ্যা দিয়ে হাসিনা বলেন, শ্রীলঙ্কায় যেভাবে প্রেসিডেন্ট প্যালেস, প্রধানমন্ত্রীর অফিসের দখল নিয়েছিল হামলাবাজরা সেই একই কৌশলে তাঁকেও ক্ষমতাচ্যুত করার চেষ্টা হয়।
প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর তাঁর বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের দু'জনের আলোচনার কথা জানান। ভারতের হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন বলে জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস সূত্রে।
আন্দোলন চলাকালে হাসিনার একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। তিনি আন্দোলনকারীদের রাজাকার বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে গাল দিয়েছেন, অভিযোগ করা হয়। যদিও হাসিনা সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, তিনি ছাত্রদের রাজাকার বলেননি। প্রথম থেকেই তিনি আন্দোলনকারী ছাত্র ও তাদের মদতদাতাদের আলাদা করে দেখছেন। বুধবার সেই হিংসায় মদতকারীদের জঙ্গি বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ ক্রমে স্বাভাবিক হচ্ছে। বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিস ফের পুরোদমে চালু হয়েছে। চালু হয়েছে যোগাযোগ ব্যবস্থা। আন্দোলনে দু'শোর বেশি মানুষ নিহত হন। আহত হাজারের বেশি। আন্দোলনকারীদের হামলায় বিপুল ক্ষতি হয়েছে সরকারি সম্পত্তির। বাংলাদেশ সরকার বিদেশি রাষ্ট্রদূতদের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরিয়ে দেখিয়েছে। এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলে তাঁদের কাছে দেশের পরিস্থিতি ব্যাখ্যা করছেন। নতুন করে বাণিজ্যিক আদান-প্রদান শুরুর আর্জি জানাচ্ছেন।