শেষ আপডেট: 9th September 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: ৫ অগাস্ট বাংলাদেশে ছাত্র-জনতার সফল অভ্যত্থানের পর রাজশাহী শহরে অবস্থিত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পাকা বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবার মাদারিপুরে কবি ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটা বেদখল হয়ে গিয়েছে। ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ওই বাড়িতে জন্ম হয় সুনীলের।
মাদারিপুর জেলার ডাসা উপজেলায় ডাসার কালকিনি গ্রামে অবস্থিত সুনীলের পৈত্রিক ভিটা। স্থানীয় মানুষ প্রশাসনকে জানিয়েছেন, স্থানীয় বিএনপি নেতা সোহেল হাওলাদার ভিটার দখল নিয়ে চালের গুদাম বানিয়েছেন। সেখানে একটি ঘরে ছিলেন সুনীলের নামে লাইব্রেরি। সেটি ভাঙচুর করে বইবত্র এবং অন্যান্য স্মারক সরিয়ে ফেলা হয়েছে।
সেখানকার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ সংবাদমাধ্যমকে বলেছেন, ৫ অগাস্টের পর থেকেই সোহেল হাওলাদার সক্রিয় হয়ে ওঠেন। সুনীলের বাড়িটি নিজের বলে প্রচার শুরু করলে আওয়ামী লিগের স্থানীয় নেতৃত্ব আপত্তি করেন। বিএনপি নেতা সাবেক শাসক দলের নেতাদের মারধর করেন।
সুনীলের পৈত্রিক ভিটা তথা জন্মস্থান দখলের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি প্রেমীরা। জেশাশাসক মহম্মদ মারুফর রশীন খান বলেছেন, ঘটনার খবর তাঁরা পেয়েছেন। ওই বাড়ি পুনরুদ্ধার করা হবে।
প্রসঙ্গত, বাড়িটি বাংলাদেশ সরকার অধিগ্রহণ না করলেও সেটি যে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত তা উল্লেখ করে একটি সাইন বোর্ড প্রশাসনের তরফে টাঙানো ছিল। বিএনপি নেতা রাতের অন্ধকারে আগে সেটি সরিয়ে ফেলেন বলে অভিযোগ।
৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ জুড়ে চলা অরাজকতার সুযোগে রাজশাহী শহরে অবস্থিত ঋত্বিক ঘটকদের পাকা দোতলা বাড়ি ভেঙে ফেলা হয়। ওই ঘটনায় আঙুল ওঠে পাশের একটি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। বাঙা বাড়িটি এখন জেলা প্রশাসনের দখলে রয়েছে।