শেষ আপডেট: 22nd October 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: ফের অশান্ত ঢাকা। শেখ হাসিনা দেশ ছাড়ার আড়াই মাসের মাথায় এবার তাঁর মনোনীত রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে সরানোর দাবিতে উত্তাল সে দেশের রাজধানী এবং প্রথমসারির সব শহর।
রাষ্ট্রপতির অফিস-বাড়ি বঙ্গ ভবন ঘিরে রেখেছে ছাত্রছাত্রীরা। পুলিশ ও সেনা জল কামান এবং লাঠি-গুলি নিয়ে বঙ্গভবন ঘিরে রেখেছে। ছাত্রদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে।
বঙ্গ ভবনের পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনানেও বড় জমায়েত করেছে ছাত্ররা। এছাড়া একাধিক জেলায় একই দাবিতে সমাবেশ হচ্ছে।
ছাত্রদের এই আন্দোলন শুরু হয় সোমবার মাঝরাত থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মাঝরাতে পড়ুয়ারা সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সমাবেশ করে। একই দাবিতে সভা হয় জাহাঙ্গীর নগর, বেহম রোকেয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদের আরও দাবি আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।