ঢাকার রাস্তার দখল নিলেন জুলাই আন্দোলনের আহত ও তাঁদের পরিবার-পরিজনেরা
শেষ আপডেট: 2nd February 2025 21:32
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৭ ফেব্রুয়ারি ছয় মাস পূর্তি হতে চলেছে বাংলাদেশের মহম্মদ ইউনুরের অন্তর্বর্তী সরকারের। তার পাঁচদিন আগে অন্তর্বর্তী সরকারের অস্বস্তি বাড়িয়ে ঢাকার একাধিক রাস্তার দখল নিয়েছে জুলাই আন্দোলনের আহত ও তাঁদের পরিবার-পরিজনেরা।
তাঁদের অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়ে সরকার উদাসীন। অন্তর্বর্তী সরকার প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে বলে কথা দিলেও এখন প্রতিশ্রুতি রক্ষা করছে না।
বিক্ষোভকারীদের বক্তব্য, সরকারের অমানবিকতা সব সীমা ছাড়িয়েছে। শনিবার রাত থেকে তাঁরা রাজধানীর রাস্তায় প্রতিবাদে শামিল হলেও প্রশাসনের তরফে কেউ খোঁজ খবর নিতে আসেননি।
রবিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্ট মহম্মদ ইউনুসের সরকারি বাড়ি ঘেরাও করতে গেলে পুলিশ সরিয়ে দেয়। বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে রাতে বিক্ষোভকারীরা রাতে ঢাকার সাত তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয়ে সেখানে বিক্ষোভ করছেন।
গত বছর ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। তার আগে জুলাই মাস ধরে চলে সরকারি চাকরিকে কোটার বিরুদ্ধে আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওই আন্দোলনকে জুলাই গণ-বিপ্লব বলে দাবি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ না করায় ক্ষোভ চরমে উঠেছে।