শেষ আপডেট: 6th December 2024 15:41
দ্যা ওয়াল ব্যুরো: বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ মহম্মদ ইউনুস। তাঁকে যে পরিপ্রেক্ষিতের ভিত্তিতে জনগণ এই দায়িত্ব দিয়েছিলেন, তিনি তা সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
বিমানবাবুর কথায়, "ইউনুস দেশে শান্তি বজায় রাখতে ব্যর্থ। বাংলাদেশের ঘটনা আমাদের ব্যথিত করেছে।"
একসময় শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন অধ্যাপক মহম্মদ ইউনুস। তাঁর সেই নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। এদিন এ প্রসঙ্গে বিমানবাবু বলেন, "নোবেল পুরস্কার কমিটির ভেবে দেখা উচিত তাঁর প্রাপ্তি নিয়ে।"
বস্তুত কয়েকদিন আগে ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের তমলুকের বিজেপি সাংসদ তথ্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিজিৎ বলেছিলেন, আমার জানা নেই নোবেল কমিটি পুরস্কার দেওয়ার পর তা কেড়ে নিতে পারে কিনা। তবে যদি সেটা নিয়ম থাকে তাহলে অবশ্যই ইউনুসের নোবেল কেড়ে নেওয়া উচিত। এবার অনেকটা একই সুর শোনা গেল বাংলার স্পিকারের কণ্ঠে।
ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের জেরে গত ৫ অগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও শান্তি ফেরেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা বেড়েছে বলে অভিযোগ।
সংখ্যালঘুদের অধিকারের দাবিতে কথা বলতেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। সম্প্রতি একাধিক মঞ্চ থেকে ইউনুস সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চারও হয়েছিলেন তিনি। এরপরই গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপর থেকেই হিন্দু নির্যাতনের সংখ্যাও বেড়েছে।
বাংলাদেশে ধারাবাহিকভাবে ঘটে চলা এই হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে প্রতিবেশী দেশ ভারত-সহ সারা বিশ্ব। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে।