ময়মনসিংহের থানাঘাট এলাকায় পৌনে দুশো বছরের সৈয়দ কালু শাহ মাজারে ভাঙচুরে ঘটনা ঘটে গত ৮ জানুয়ারি। ছবি: সংগৃহীত
শেষ আপডেট: 18th January 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে শুধু হিন্দু মন্দির, উপাসনাস্থলই নয়, উগ্র ইসলামপন্থীদের হামলার শিকার হয়েছে একাধিক মাজার। ৪ অগাস্ট অর্থাৎ গণ অভ্যুত্থানের পর থেকে সে দেশে ৪০টি মাজারে মোট ৪৪ বার হামলা হয়েছে।
ঢাকায় প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার পুলিশ রিপোর্ট উদ্ধৃত করে জানিয়েছে, একটি মাজারে চারবার হামলা করা হয়। পুলিশ ও বাংলাদেশ মিডিয়া সুত্রে খবর উগ্র ইসলামপন্থীরা এই হামলা চালিয়েছে।
মাজার, দরগায় মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও যান। সুফি সাধকদের মাজারগুলিতে হামলা বেশি হয়েছে। উগ্র ইসলামপন্থীরা ব্যক্তি বিশেষের উপাসনায় বিশ্বাস করে না।
হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের উপর অসংখ্য হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনার সংখ্যা নিয়ে বাংলাদেশ সরকার হিন্দুদের বিভিন্ন সংগঠনের দাবি মানতে চায়নি। তারা বারে বারেই দাবি করেছে হামলার ঘটনার সংখ্যা অতিরঞ্জিত এবং সাম্প্রদায়িক নয়। গত সপ্তাহে সরকারের তরফে জানানো হয়েছে, কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। আরও জানানো হয়েছে, সরকার সাম্প্রদায়িক হামলা রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে।
মাজারে হামলার পরিসংখ্যান তুলে ধরে সরকার জানাল, মুসলিম উপাসনাস্থলও রক্ষা পায়নি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে।