শেষ আপডেট: 2nd September 2024 15:19
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সংসদের স্পিকার পদ থেকে ইস্তফা দিলেন শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনা দেশত্যাগ করার ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি। ৭ অগাস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন সংসদ ভেঙে দিয়েছিলেন। তবে স্পিকার পদ বাকি সাংসদের থেকে আলাদা। তিনি নিজে পদত্যাগ না করলে তাঁকে সাধারণভাবে সরানো যায় না।
হাসিনা দেশ ছাড়ার ২৭ দিনের মাথায় কেন পদত্যাগ করলেন শিরীন? রংপুর ৬ আসনের সাংসদ শিরীন বাংলাদেশ সংসদের সর্বকনিষ্ঠ স্পিকার ছিলেন। ২০১৩ সালে শেখ হাসিনা তাঁকে স্পিকার করেন।
দলনেত্রীর স্নেহধন্য শিরীনের স্পিকার হিসাবে ভূমিকা নিয়ে কখনও কোনও বিতর্ক হয়নি। হাসিনা তাঁকে প্রকাশ্যে নিজের মেয়ে বলে থাকেন। শিরিনের নির্বাচনী সভায় হাসিনা বলতেন, আমি মেয়ের জন্য ভোট চাইতে এসেছি। আমাকে ফেরাবেন না।
আওয়ামী লিগের একাংশের খবর, হাসিনার অবর্তমানে শিরীনকে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে।।হাসিনাকে সভাপতি পদে রেখে শিরীনকে কার্যনির্বাহী সভাপতি করা হতে পারে।
হাসিনা নিজে ভারতে আশ্রয় নিয়েছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দীপু মনি বাদে যুগ্ম সাধারণ সম্পাদকরা সকলেই আত্মগোপনে। দীপু মনিকে পুলিশ গ্রেফতার করেছে।
প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে আওয়ামী লিগকে ডাকেননি। অবস্থা এমন যে ডাক পেলে যাওয়ার মতো কোনও নেতা দেশে নেই।
এই পরিস্থিতিতে শিরীন শারমিনকে কার্যনির্বাহী সভাপতি করার ভাবনা আছে। তাঁর মতই আলোচনায় আছে সেলিনা হায়াত আইভির নাম। তিনি নারায়ণগঞ্জের মেয়র ছিলেন। অন্তর্বর্তী সরকার মেয়র, চেয়ারম্যানদের পদ কেড়ে নিলেও সেলিনা বাকিদের মতো এলাকা ছেড়ে যাননি। তিনি এলাকাতেই আছেন। তাঁর উপর কেউ হামলা করেনি।
আওয়ামী লিগের হাল ধরা নিয়ে আলোচনায় আছে প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের নামও। তিনি এখন ঢাকায় থাকেন। তবে তাঁর বয়স হয়েছে। তাছাড়া দু' বারের রাষ্ট্রপতির ফের রাজনীতিতে ফেরা কতটা সমীচীন হবে সে প্রশ্নও আছে।
তবে দলের দেশে থাকা নেতৃবৃন্দ মনে করছে পার্টিকে গোছানোর কাজ শুরু করা দরকার। মাঠে ময়দানে রাজনীতি শুরু করা না গেলেও অফিসে বসে দলের বক্তব্য তুলে ধরা দরকার।