শেষ আপডেট: 11th August 2024 23:33
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অশান্তির জন্য শেখ হাসিনা আমেরিকাকে দায়ী করে বিবৃতি দিয়েছেন বলে রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই খবর সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
রবিবার রাতে এ ব্য়াপারে টুইটে জয়ের দাবি, মা নিজের পদত্যাগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেনইনি।
Son of deposed Prime Minister of #Bangladesh, #SajeebWazedJoy states that his mother, #SheikhHasina did not make any statement around her resignation #BangladeshCrisis pic.twitter.com/d5p4K9RIqI
— The Times Of India (@timesofindia) August 11, 2024
উত্তাল পরিস্থিতির জেরে গত ৫অগস্ট দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। তারপর থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে এতদিন হাসিনার কোনও বিবৃতি সামনে আসেনি। রবিবার বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে হাসিনার বিবৃতি প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল, হাসিনা অভিযোগ করেছেন, আমেরিকার ষড়যন্ত্রের জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা।
বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এও বলা হয়, যে হাসিনা নাকি দাবি করেছেন, সেন্ট মার্টিন্স দ্বীপ আমেরিকার হাতে না তুলে দেওয়ার জন্যই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সরকার তো ফেলে দেওয়াই হয়েছে, তাঁকেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। নাহলে এখনও তিনি দেশের প্রধানমন্ত্রী থাকতেন বলে দাবি করেছেন মুজিবকন্যা।
প্রতিবেদনে এও বলা হয় যে হাসিনা নাকি এই অভিযোগও করেছেন যে আমেরিকা চায় বঙ্গোপসাগরে কবজা করতে। কিন্তু সেই দ্বীপ তিনি না দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তাই অশান্তি যাতে আর না বাড়ে, সেই কারণেই তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন।
এদিন রাতে টুইটে জয়ের দাবি, "মা ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে কোনও মন্তব্যই করেননি।" অর্থাৎ সংবাদগগুলি ভুয়ো বলে দাবি করেচেন হাসিনা পুত্র। জয়ের ঘনিষ্ঠ মহল এঘটনায় গভীর চক্রান্ত দেখতে পাচ্ছে। তাঁদের মতে, হাসিনাকে আরও বিপদে ফেলতেই পরিকল্পিতভাবে এমন বিবৃতি সামনে আনা হয়েছে।
প্রসঙ্গত বিগত কয়েকদিনে বাংলাদেশে ৩০০-র বেশি মানুষের মৃত্যুও হয়েছে। মৃতের তালিকা থেকে বাদ যায়নি পুলিশও। বর্তমানে নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও অশান্তি কিন্তু কমেনি। বিক্ষিপ্ত জায়গায় এখনও হিংসাত্মক ঘটনা ঘটছে। যদিও শান্তির বার্তা দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শেখ হাসিনাও চিন্তিত বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।