শেষ আপডেট: 15th August 2024 11:46
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যদিন। এমন দিনে তাঁর ঢাকার ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িটির দখল নিয়েছে ছাত্র-জনতা। তবে শোক পালন নয়, পরিবর্তে হাজার হাজার ছাত্র-যুব জড়ো হয়ে উল্লাশ করছে সেখানে। বৃহস্পতিবার ভোর রাত থেকে এই পরিস্থিতি চলছে। উদ্দেশ্য ওই বাড়িতে ঢুকে কেউ যেন শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানাতে না পারে। না পারে শোক পালন করতে। বাড়িটির ভিতরে সেনা বাহিনী রয়েছে।
অভিনেত্রী রোকেয়া প্রাচী ও তাঁর সহযোগীরা বুধবার সন্ধ্যায় ধানমণ্ডির বাড়িটিতে গিয়ে মুজিবের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানান। অভিযোগ, সেখান থেকে বেরনোর মুখে তীব্র হামলার মুখে পড়েন ওই অভিনেত্রী ও তাঁর সহযোগীরা। তারপরেও তাঁরা ঘোষণা করেন, বৃহস্পতিবার ফের ধানমণ্ডির বাড়িতে শেখ মুজিবকে শ্রদ্ধা জানাবেন। কিন্তু ভোর থেকেই বাড়িটি ছাত্র-জনতার দখলে চলে যায়।
ঘটনা হল, ওই অভিনেত্রী ছাড়া আরও কেউ প্রকাশ্যে মুজিবকে শ্রদ্ধা জানানো, বৃহস্পতিবার শোক যাপনের কথা ঘোষণা করেননি। আওয়ামী লিগের কোনও নেতা-কর্মীকে ধানমণ্ডির বাড়িটির ত্রি-সীমানায় দেখা যায়নি। যদিও গত মঙ্গলবার শেখ হাসিনা দেশবাসী এবং আওয়ামী লিগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, ১৫ অগাস্ট যেন জাতির পিতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি দিনটি শোক দিবস হিসাবে পালন করা হয়। ১৯৭৫-এর ১৫ অগাস্ট ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতেই দেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল কিছু বিক্ষুব্ধ সেনা জওয়ান ও আধিকারিক। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ জুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি-সহ মুক্তিযুদ্ধের স্মারকগুলি ভাঙা শুরু হয়। পরদিনও তাণ্ডব চলতে থাকে। ৫ অগাস্ট রাতে ধানমণ্ডির ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় হিংস্র জনতার একাংশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ঘোষণা করেন, গণভবনে লুটপাট, মুজিবের মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।
বৃহস্পতিবার ধানমণ্ডির বাড়ি দখলে নেওয়ার বিষয়েও আন্দোলনকারীরা সরকারিভাবে কিছু ঘোষণা করেনি। তবে ভোরের আলো ফোটার আগেই সেটির দখল নেয় ছাত্র-জনতা। উপস্থিত ছাত্রদের একাংশের বক্তব্য, ১৫ অগাস্টকে জোর করে শোক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা চাই না কেউ ধানমণ্ডির বাড়িতে গিয়ে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের একাধিক মিডিয়া জানিয়েছে, ওই বাড়ির দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। লাঠি হাতে শত শত ছেলে মেয়ে সেখানে জড়ো হয়েছে। অনেকের হাতে ধরা জাতীয় পতাকাও।