শেষ আপডেট: 17th February 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলতি মাসে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করার কথা। তার আগে সোমবার ওই সংগঠনে বড় ধরনের ভাঙন হল। সংগঠনটির নেতৃত্বের একাংশ সোমবার নতুন একটি ছাত্র সংগঠন তৈরির কথা ঘোষণা করেছেন।
বিক্ষুব্ধ নেতৃত্বের তরফে বাকের মজুমদার সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিক বৈঠকে বলেন, নতুন ছাত্র সংগঠনটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না।কোনও রাজনৈতিক দলের সঙ্গেও সম্পর্ক থাকবে না তাঁদের। নতুন সংগঠনটির মূল লক্ষ্য হবে 'স্টুডেন্টস ফার্স্ট-বাংলাদেশ ফার্স্ট' নীতি বাস্তবায়ন।
গত বছর ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে। পরবর্তীকালে সেই আন্দোলন শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলনের রূপ নেয়।
পরে তৈরি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীতে যোগ দেন আন্দোলনের তিন মুখ মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও মাহমুদ সজীব ভুঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থেকে যান প্রথমসারির মুখ সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, বাকের মজুমদাররা।
জানা গিয়েছে, নতুন দলের মুখ করা হতে পারে নাহিদ ইসলামকে। তা নিয়ে তুমুল অশান্তি চলছে সংগঠনে।
এমন পরিস্থিতিতে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বড় সমস্যার মুখে ফেলে দিল। জানা গিয়েছে, রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তের ঘোর বিরোধী বাকের মজুমদাররা। মূলত সেই কারণেই বিরোধ দেখা দিয়েছে ছাত্র নেতৃত্বের মধ্যে।