শেষ আপডেট: 4th February 2025 23:38
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামিকাল বুধবার এবং পরশু বৃহস্পতিবার দলের উদ্দেশে ভাষণ দেবেন। বলাবাহুল্য, ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হবেন তিনি।
গত বছর ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। ভারত তাঁকে আশ্রয় দিয়েছে। মঙ্গলবার তাঁর ভারতে থাকার ছয় মাস পূর্ণ হল। ৭ ফেরুয়ারি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারেরও ছয় মাস পূর্ণ হবে। ফলে বোঝাই যাচ্ছে ঘরোয়া রাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দলের ফেসবুক পেজে সরাসরি হাজির হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। ভার্চুয়াল মাধ্যমে হলেও একদিক থেকে দেশছাড়ার পর বুধবার প্রথম জনসমক্ষে আসবেন তিনি। গত বছর ভারতে চলে আসার পর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
গত দু মাস যাবৎ যদিও তিনি বিভিন্ন দেশে আওয়ামী লিগ সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। তবে সেই ভাষণে মূলত মোবাইল ফোন ব্যবহার করেছেন তিনি। তাঁর মুখ বা অবয়ব দেখা যায়নি।
বুধবার হাসিনা বাংলাদেশের সময় রাত ৯টায় ছাত্রলিগের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। আওয়ামী লিগের এই ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ। সেই সংগঠনের ফেসবুক পেজে সংযুক্ত হয়ে কথা বলবেন তিনি। পরদিন একই সময়ে ভাষণ দেবেন আওয়ামী লিগের ফেসবুক পেজ এবং অন্যান্য সমাজমাধ্যমে যুক্ত হয়ে।
কেন ছয় মাসের মাথায়, বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার ভাষণের জন্য বেছে নিয়েছেন হাসিনা। আওয়ামী লিগ ১ ফেব্রুয়ারি থেকে ময়দানে রয়েছে। দলের আন্দোলন কর্মসূচি করতে দেওয়া হবে না বলে ইউনুস সরকার ঘোষণা করেছে। হাসিনার উদ্দেশ্য, দলের নেতা কর্মীদের উৎসাহিত করা। আওয়ামী লিগ মনে করছে, ইউনুস সরকারকে নিয়ে মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। ইতিমধ্যে আন্দোলনে ভাল সাড়া মিলেছে বল দল মনে করছেন লিগ নেতৃত্ব।