শেষ আপডেট: 14th August 2024 11:20
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রথমবার মুখ খুলে শেখ হাসিনা আমেরিকাকে দোষারোপ করেছিলেন বলে খবর বেরিয়েছিল। তবে সেটি ভুল খবর ছিল বলে দাবি করেছিলেন হাসিনারই ছেলে জয়। কিন্তু এবার তিনি নিজেই মায়ের বক্তব্য প্রকাশ্যে আনলেন। দেশ ছাড়ার পর প্রথমবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন হাসিনা। তাঁর অভিযোগ, বিগত কয়েক মাস ধরে নাশকতা চলছে বাংলাদেশে।
প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন হাসিনা, এমনই খবর মিলেছে। তাঁর দেশ ছাড়ার পর থেকেই হিংসার ঘটনা চরম উচ্চতা ছুঁয়েছে বাংলাদেশে। জায়গায় জায়গায় লুটপাট, আগুন লাগিয়ে দেওয়া, হত্যার ঘটনা ঘটেছে। বিশেষ করে সংখ্যালঘু এবং আওয়ামী লিগের নেতাদের ওপর হামলা হয়েছে। পাশাপাশি বহু জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, এমনকী মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ১৫ অগস্টের ছুটি বাতিল করার সিদ্ধান্তও নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রথম বিবৃতি প্রকাশ করে কার্যত গর্জে উঠেছে শেখ হাসিনা।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, ''গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নি সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ছাত্র, শিক্ষক, পুলিশ এমন কি অন্তঃসত্তা নারী পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, কর্মজীবী মানুষ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী , পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শোক জ্ঞাপন করছি।''
তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে অপমান করা হচ্ছে তা নিয়েও সরব হয়েছেন হাসিনা। তাঁর বক্তব্য, ''চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে । আমি দেশবাসীর কাছে এর বিচার চাই।''
শেখ হাসিনা তাঁর বিবৃতিতে অতীতের প্রসঙ্গ টেনে ১৯৭৫ সালের ১৫ অগস্টের কথাও বলেন। কীভাবে সেই নির্মম হত্যালীলা চালানো হয়েছিল, তার ব্যাখ্যা দেন। তিনি দেশ ছাড়ার পর অনেককেই হত্যা করা হয়েছে। সেই প্রসঙ্গে হাসিনার বক্তব্য, ''আমি এই হত্যাকান্ড ও নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি।'' পাশাপাশি দেশবাসীর কাছে তাঁর আর্জি, ১৫ অগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করুন।
প্রিয় দেশবাসী
— Sajeeb Wazed (@sajeebwazed) August 13, 2024
আসসালামুয়ালাইকুম
ভাই ও বোনেরা, ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল,…
এই মুহূর্তে ভারতেরই রয়েছেন শেখ হাসিনা। তবে তাঁর পরবর্তী গন্তব্য কোথায় আর কবে হবে, সেই নিয়ে এখনও কিছু স্পষ্ট হয়নি। যদিও তাঁর ছেলে জানিয়েছেন, বাংলাদেশে ভোট ঘোষণা হলেই দেশে ফিরে যাবেন তাঁর মা।