শেষ আপডেট: 10th January 2025 21:52
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ ইউনুসকে ‘পাকিস্তানের পা চাটা দালাল’ বললেন শেখ হাসিনা। তাঁর কথায়, ‘ইউনুস মিঞা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পা চাটছে। আর দেশের অবস্থা এমন করেছে যে, মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার খেতে বাধ্য হচ্ছে।’ হাসিনা বলেন, ‘এ কোন বাংলাদেশ! আমি তো এই বাংলাদেশ আমি রেখে আসিনি।’ কর্মী-সমর্থকদের কাছে যান। দেশবাসীর সামনে আমার আর এখনকার সময়ের ফারাক তুলে ধরুন।
শুক্রবার আওয়ামী লিগের ইতালি শাখার নেতা-কর্মীদের উদ্দেশে দিল্লি থেকে টেলিফোনে ভাষণ দেন হাসিনা। বাংলাদেশের জাতির পিতা তথা প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলে আটক শেখ মুজিব ১৯৭২-এর ১০ জানুযারি স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন। আওয়ামী লিগ দিনটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসাবে প্রতি বছর পালন করে থাকে। এবার মূল কর্মসূচি ছিল ঢাকার ধানমণ্ডিতে মুজিবের বাড়ি এবং টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন। এচাড়া ছিল হাসিনার ভাষণ।
আওয়ামী লিগ সভাপতি বলেন, ‘অনেক হয়েছে। আর সময় দেওয়া যায় না। এবার ইউনুসকে বিদায় দিতে হবে। সবাই সংকল্প নিন। পথে নামুন।’ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাস অর্থাৎ চলতি জানুয়ারিতেই ইউনুসকে হটানোর ডাক দেন হাসিনা। বলেন, ইউনুস দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চাইছে। এটা আমরা মুখ বুঝে মেনে নিতে পারি না। অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন বিনষ্ট করছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাবে, এ আমরা সহ্য করব না। ওদেরও জুতোর মালা পরিয়ে বিদায় করব।