শেষ আপডেট: 11th August 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: পুরোটাই ষড়যন্ত্র! দেশ থেকে পালিয়ে আপাতত ভারতে আছেন শেখ হাসিনা। আর সেখানে বসেই বড় দাবি করলেন তিনি। হাসিনার অভিযোগ, আমেরিকার ষড়যন্ত্রের জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা। তাঁকেও ক্ষমতা ছাড়তে হয়েছে। নাহলে এখনও তিনি ক্ষমতায় থাকতেন। একই সঙ্গে হাসিনা এও অভিযোগ করেছেন, তাঁকে এবং আওয়ামী লীগকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর পুরোটাই হয়েছে আমেরিকার অঙ্গুলিহেলনে।
কেন হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে সবকিছুর জন্য দায়ী করলেন শেখ হাসিনা? গত সোমবারের পর থেকে দেশের অবস্থা নিয়ে কোনও মন্তব্য সামনে আসেনি তাঁর। কিন্তু এই প্রথমবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুলে তিনি আমেরিকাকে দোষারোপ করলেন। হাসিনা দাবি করেছেন, সেন্ট মার্টিন্স দ্বীপ আমেরিকার হাতে না তুলে দেওয়ার জন্যই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সরকার তো ফেলে দেওয়াই হয়েছে, তাঁকেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। নাহলে এখনও তিনি দেশের প্রধানমন্ত্রী থাকতেন বলে দাবি করেছেন মুজিবকন্যা।
হাসিনার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দেশ ছাড়ার আগে আমজনতার জন্য বিবৃতি দিতে চেয়েছিলেন হাসিনা। কিন্তু সেনাবাহিনী তাঁকে সেটা করতে দেয়নি। এবার অজ্ঞাতবাসে থেকেই কার্যত সেই বক্তব্য তুলে ধরেছেন তিনি। তাঁর সাফ কথা, বাংলাদেশের অশান্তি ঠেকাতেই তিনি পদত্যাগ করেন। পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেই কারণেই ছিল তাঁর সিদ্ধান্ত। কিন্তু যদি সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে দিতেন তাহলে তিনি এখনও ক্ষমতায় থাকতে পারতেন।
এর আগেও শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে সেন্ট মার্টিন দ্বীপ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিলেন। দাবি করেছিলেন, আমেরিকা তাঁকে আশ্বাস দিয়েছিল ওই দ্বীপে যদি নৌঘাঁটি করতে দেওয়া হয়, তাহলে কেউ তাঁকে ক্ষমতাচ্যুত করতে পারবে না! হাসিনা আরও বিস্ফোরক দাবি করে এও বলেছেন, আমেরিকা চায় বঙ্গোপসাগরে কবজা করতে। কিন্তু সেই দ্বীপ তিনি না দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তাই অশান্তি যাতে আর না বাড়ে, সেই কারণেই তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই আওয়ামী লীগের নেতা, কর্মীদের ওপর ব্যাপক হামলা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদের ওপরও নানা জায়গায় অত্যাচার করা হয়েছে বলে খবর। বিভিন্ন জায়গায় লুটপাট থেকে শুরু করে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। বিগত কয়েকদিনে বাংলাদেশে ২০০-র বেশি মানুষের মৃত্যুও হয়েছে। মৃতের তালিকা থেকে বাদ যায়নি পুলিশও। বর্তমানে নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও অশান্তি কিন্তু কমেনি। বিক্ষিপ্ত জায়গায় এখনও হিংসাত্মক ঘটনা ঘটছে। যদিও শান্তির বার্তা দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শেখ হাসিনাও চিন্তিত বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। তিনি দেশবাসীকে এও বার্তা দিয়েছেন, কারও উস্কানিতে পা না দিতে এবং শান্তি বজায় রাখতে।