শেষ আপডেট: 18th February 2025 22:26
দ্য ওয়াল ব্যুরো: পদোন্নতি হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের। তিনি এতদিন ছিলেন সচিব পদমর্যাদার অফিসার। মঙ্গলবার বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মহম্মদ মাহফুজুল আলম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শফিকুল আলমকে সিনিয়র সচিব করা হল।
শফিকুল আলম আদতে বাংলাদেশের প্রথমসারির সাংবাদিকদের একজন। তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হওয়ার আগে ছিলেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি'র বাংলাদেশের সংবাদদাতা।
গত বছর ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার খবর বাংলাদেশ-সহ গোটা বিশ্বকে জানিয়েছিলেন তিনি। এমন আন্তর্জাতিক মানের এক্সক্লুসিভ খবর করার সৌভাগ্য খুব কম সাংবাদিকের হয়।
অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনি এএফপির মোটা মাইনের চাকরি ছেড়ে তুলনামালকভাবে অনেক কম বেতনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব হয়েছেন দায়বদ্ধতা থেকে। ওই পদে তাঁর তৎপরতা, সক্রিয়তা সরকারের প্রশংসা পেয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও অন্তর্বর্তী সরকারের বক্তব্য তুলে ধরাতে বিশেষ ভূমিকা নিয়েছেন তিনি। বিশেষ করে ভারতের মিডিয়ায় তিনি এখন পরিচিত নাম। দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান বিবাদের মধ্যে ভারতের সংবাদ মাধ্যমে বাংলাদেশ সরকারের বক্তব্য, দেশের ভাবমূর্তি তুলে ধরাতে তিনি বিশেষ ভূমিকা নিয়েছেন বলে সংশ্লিষ্ট মহল মনে করে।
আবার বিতর্কেও জড়িয়েছেন। অনেকেই অনুযোগ করে থাকেন, প্রেস সচিব নন, শফিকুল আলম আসলে মহম্মদ ইউনুসের রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করছেন। গত রবিবার দ্য ওয়াল-এর প্রশ্নের জবাবে এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন শফিকুল আলম। তাঁর কথায়, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে মানুষের বিপুল প্রত্যাশা থেকে, যা বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পট পরিবর্তন। মানুষ একটি স্বৈরাচারী সরকারকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের অপেক্ষায়। এই সন্ধিক্ষণে বিগত সরকারের অপকর্মগুলি মানুষের সামনে তুলে ধরলে তা রাজনৈতিক বক্তব্য মনে হতে পারে। আসলে সরকার বদলের পর এমন অনেক কিছু জানা যাচ্ছে যা এতদিন অজানা ছিল।