শেষ আপডেট: 8th December 2024 23:16
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ‘খুনি’, ‘অর্থ পাচারকারী’ বলে আক্রমণ শানালেন শেখ হাসিনা। রবিবার লন্ডনে যুক্তরাজ্যের আওয়ামী লিগ আয়োজিত ভাচ্যুয়াল জনসভায় ভাষণ দেন সাবেক আওয়ামী লিগ নেত্রী। সেই সভা থেকে দেশবাসীর উদ্দেশে তাঁর আহ্বান, ‘তুলনা করে দেখুন আমার সময়ে কেমন ছিলেন আর এখন কেমন আছেন।’ হাসিনার অভিযোগ, গণ অভ্যুত্থান ছিল ইউনুসের পরিকল্পিত ষড়যন্ত্র। তিনিই মাস্টার মাইন্ড।
রবিবার ভারতীয় সময় রাত সাড়ে সাতটায় দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে লন্ডনের জনসভায় যোগ দেন তিনি। আওয়ামী লিগ এই সভার আমন্ত্রণপত্রে হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করে। ঘণ্টা খানেকের ভাষণে হাসিনা প্রধানমন্ত্রী সুলভ মেজাজে তুলে ধরেন তাঁর সরকারের সাফল্যের নানা দিক। সেই সঙ্গে অম্তর্বর্তী সরকারের সময়ে দেশের আর্থিক দুর্দশা, জিনিসপত্রের দাম, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে অভিযোগ করে দেশবাসীর উদ্দেশে বলেন, একবার মিলিয়ে দেখুন কেমন ছিলেন আর এখন কেমন আছেন।
তিনি যে প্রতিনিয়ত দেশের খুঁটিনাটি খোঁজখবর রাখছেন নানা ঘটনার উল্লেখ ররে তা বুঝিয়ে দেন হাসিনা। শনিবার সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় একদল লোক একটি খামারে ঢুকে পিটিয়ে তিনটি গরুকে হত্যা করছে। হাসিনা বলেন, ইউনুসের শাসনে অবলা পশুও নিরাপদ নয়। আওয়ামী লিগের নেতাকে না পেয়ে তাঁর খামারের গরুগুলিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। কীভাবে আওয়ামী লিগের নেতা-কর্মী ও তাদের পরিবার-পরিজন খুন সন্ত্রাসের শিকার হচ্ছেন ভাষণে তা নিয়ে একাধিক ঘটনার উল্লেখ করেন আওয়ামী লিগ নেত্রী। বলেন, ‘ইউনুসের চারমাসে আওয়ামী লিগের চার-পাঁচ হাজার কর্মী খুন হয়েছেন।’
দেশে তাঁর বিরুদ্ধে গুচ্ছ মামলা হয়েছে। একটি মামলায় তাঁকে আর দশ দিন ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করার নির্দেশ জারি করেছে আদালত। বাংলাদেশ পুলিশ এই ব্যাপারে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে।
হাসিনা বলেন, ‘আমার কেন বিচার হবে? আমি কী অপরাধ করেছি। গরিব মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা করেছি, দারিদ্র দূর করেছি, এটা কি আমার অন্যায়“ প্রধান উপদেষ্টা ইউনুসকে তীব্র আক্রমণ শানিয়ে হাসিনা বলেন, খুনি ইউনুসের সন্ত্রাস এবং অর্থ পাচারের আমরা বিচার করবই। তিনি বলেন, যেভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচার করেছি, সেইভাবেই বিচার হবে খুনি ইউনুসের।