শেষ আপডেট: 2nd February 2025 23:14
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়লেও নিজের বক্তব্যে অনড় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। রবিবার দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি শেখ হাসিনাকে ‘বাংলাদেশের কসাই’ এবং ‘গুমজননী’ বলেছেন।
শনিবার তিনি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করার পর সমাজমাধ্যমে অনেকেই তাঁর সমালোচনা করেন। সমর্থনও করেন বহু মানুষ। শনিবার ঢাকায় বাংলা অ্যাকাডেমি চত্ত্বরে শুরু হয়েছে একুশে বইমেলা। সেখানে রাখা অস্থায়ী ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি সাঁটা আছে। শফিকুল রহমান একটি ডাস্টবিনে তাঁর নোংরা টিস্যু পেপার ফেলার ছবি ফেসবুকে পোস্ট করেন। শনিবার বিকালে ছবি পোস্ট করার পর থেকেই দু-ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সমাজমাধ্যমে। বহু মানুষ সমালোচনা করেছেন। অনেকে সঠিক ও সাহসী কাজ বলে প্রশংসা করেন।