শেষ আপডেট: 9th April 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) বরিশালের (Barishal) কাউনিয়ায় রাম নবমী (Ram Navami) উপলক্ষে রামায়ণ পালা (Ramayan drama) পুলিশের বাধায় মঞ্চস্থ করা যায়নি। কাউনিয়ার শ্রী শ্রী মনসা মন্দিরে বরিশালে রাম নবমীর সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। মঙ্গলবার রাতে রামায়ণ পালা শুরুর মুখে পুলিশ মাইক এবং আনুষঙ্গিক জিনিসপত্র তুলে নিয়ে যায়।
উদ্যোক্তারা জানিয়েছেন, সকাল থেকেই পুলিশের তরফে চাপ দেওয়া হচ্ছিল যাতে রামায়ণ পালা না হতে পারে। পুলিশ দাবি করে, অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। তাদের কাছে খবর আছে, পালা শুরু হলে হামলা হতে পারে। উদ্যোক্তারা পুলিশকে লিখিতভাবে পালা বন্ধ রাখার নির্দেশ দিতে বলেন। কিন্তু প্রশাসন তা কানে তোলেনি। রাতে পালা শুরু হওয়া মাত্র বন্ধ করে দেওয়া হয়। যদিও এলাকার ভিন্ন ধর্মাবলম্বী মানুষ পালাগান নিয়ে আপত্তি তোলেনি। প্রতিবার এলাকার সব ধর্মের মানুষ পালাগান শুনতে আসেন।
বাংলাদেশে এবার রামনবমী নির্বিঘ্নেই পালিত হয়েছে। ঢাকা (Dhaka)-সহ একাধিক শহরে শোভাযাত্রা বের হয়। জাতীয় হিন্দু মহাজোট ঢাকায় বড় শোভাযাত্রা করে। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কুমিল্লা, যশোর, খুলনাতেও রাম নবমীর শোভাযাত্রা বের হয়। সর্বত্রই পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করে বলে জানা গিয়েছে।
বরিশালের ঘটনাটি একপ্রকার ব্যতিক্রম বলা চলে। মনসা মন্দির পূজা কমিটির কার্যনির্বাহী সদস্য প্রীতম দাস স্থানীয় সংবাদমাধ্যকে জানিয়েছেন, রামনবমী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান হয়। মঙ্গলবার ‘রামায়ণ’ পালা মঞ্চস্থ করার কথা ছিল তিলকস গ্রুপ অ্যান্ড থিয়েটার নামে একটি দলের। ওই দলের প্রতিষ্ঠাতা তথা পরিচালক তিলক বসু অনিম বলেন, দু-মাস ধরে পালাগানের রিহার্সাল করেছি। পুলিশের সিদ্ধান্তে আমরা মর্মাহত।
মন্দির কমিটির আর এক সদস্য হৃদয় দাস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, পুলিশকে বারে বারে অনুরোধ করা সত্ত্বেও তারা শোনেনি। পুলিশ নিরাপত্তার ঝুঁকির কথা বলেছে।
কাউনিয়া থানার এসআই মহম্মদ জিসান সংবাদমাধ্যমকে বলেছেন, অনুমতি না থাকায় পালা বন্ধ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচ জানান, এসএসসি পরীক্ষা থাকায় পালা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয় উদ্যোক্তাদের। পুজো এবং নগর পরিক্রমাসহ ধর্মীয় অনুষ্ঠানে বাধা আপত্তি নেই। তিনি বলেন, রামায়ণ পালা যেহেতু পুজোর অংশ নয়, তাই পরে কখনও এটি মঞ্চস্থ করার কথা বলা হয়েছে। তখন পুলিশ আয়োজকদের সুরক্ষা দেবে।