শেষ আপডেট: 30th September 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অফিস যমুনার সামনে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ। সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টার অফিসের সামনে জমায়তের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এখনও জমায়ত চলছে। আন্দোলনকারীদের দাবি প্রধান উপদেষ্টাকে এসে দাবি পূরণের প্রতিশ্রুতি দিতে হবে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। তাতে বেশ কয়েকজন আহত হয় বলে আন্দোলনকারীদের অন্যতম রনি জোয়ারদার জানিয়েছেন।
গত মাসের ৫ তারিখ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ অগাস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের বয়স দু মাস পেরনোর আগেই আন্দোলন মোকাবিলায় ঢাকায় গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ।
আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরিতে ন্যূনতম বয়সসীমা ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ করতে হবে। তারা স্লোগান দেয়, চাকরিতে বয়সের সীমা ৩০ নয়, ৩৫, ৩৫, ৩৫। একটু আগে সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি চাকরির বয়সসীমা নির্ধারণ নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।